আন্তর্জাতিক

ইমরানের দলের সদর দফতরে পুলিশি হানা ! আটক নেতানেত্রীরা, কড়া হল সিলও

Police attack on the headquarters of Imran's party! Detained leaders, the seal has also been tightened

The Truth Of Bengal: পূর্বেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল ইমরান খানের দল ‘পিটিআই’-কে। আর এবার সেই দলের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করল শাহবাজ শরিফের সরকার। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সোমবার তার দলের সদর দফতরে হানা দিয়ে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।

এছাড়াও, রাজধানী ইসলামাবাদের পাশাপাশি লাহোর, করাচি-সহ বিভিন্ন শহরে ইমরানের দলের দফতরগুলিও সিল করেছে পাক সরকার। পাশাপাশি, এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তথ্যমন্ত্রী আতাউল তারার জানিয়েছেন- ” নিয়ম-বহির্ভূত ভাবে বিদেশি অনুদান পাওয়া, ৯ মে হিংসায় সরাসরি জড়িত থাকা, সাইফার মামলা-সহ বিভিন্ন ক্ষেত্রে যে সব তথ্যপ্রমাণ মিলেছে, আমরা বিশ্বাস করি, তা পিটিআই-কে নিষিদ্ধ করার পক্ষে যথেষ্ট।

” প্রসঙ্গত, ইসলামাবাদ পুলিশ সূত্রে খবর, পিটিআইয়ের রউফ হাসান-সহ ১০ জন নেতানেত্রীকে আটক করা হয়েছে। শাহবাজ সরকারের এই পদক্ষেপের জেরে প্রায় দু’দশক পরে আবার পাকিস্তানে শাসক বনাম সুপ্রিম কোর্ট সংঘাতের আবহ তৈরি হতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন।

Related Articles