আন্তর্জাতিক

ভুল তথ্য প্রচারের জের, মেটাকে তলব করতে পারে সংসদীয় স্থায়ী কমিটি

Parliamentary Standing Committee may summon Meta for spreading misinformation

Truth Of Bengal: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটাকে তলব করতে চলেছে সংসদীয় স্থায়ী কমিটি। মূলত ২০২৪ সালের ভারতের সাধারণ নির্বাচন নিয়ে মার্ক জুকারবার্গের বিতর্কিত মন্তব্যের জেরেই এই সমন। ভুল তথ্য ছড়ানোর অভিযোগে তলব করা হবে বলে জানিয়েছেন বিজেপি সাংসদ এবং যোগাযোগ ও তথ্য প্রযুক্তি সংক্রান্ত হাউস কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে। ট্যুইটারে একটি পোস্ট করে তিনি বলেন, ”একটি গণতান্ত্রিক দেশ সম্পর্কে ভুল তথ্য তার ভাবমূর্তি নষ্ট করে। এই ভুলের জন্য সংগঠনটির সংসদ এবং জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত”।

প্রসঙ্গত, ১০ জানুয়ারী এক পডকাস্টে, ৪০ বছর বয়সী ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলেন, কোভিড মহামারী বিশ্বজুড়ে বর্তমান সরকারগুলির উপর আস্থা নষ্ট করে দিয়েছে। তিনি এই বিষয়ে ভারতের নির্বাচন সম্পর্কে ভুল ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, ”২০২৪ বিশ্বজুড়ে একটি বিশাল নির্বাচনী বছর ছিল এবং ভারতেও নির্বাচন হয়েছিল। ক্ষমতাসীনরা মূলত প্রত্যেককেই হারিয়েছে। বিশ্বব্যাপী এক ধরণের ঘটনা ঘটেছে – তা সে মুদ্রাস্ফীতির কারণে হোক বা কোভিড মোকাবেলায় অর্থনৈতিক নীতির কারণে হোক বা সরকার কোভিড মোকাবেলার পদ্ধতির কারণে হোক। মনে হচ্ছে এর প্রভাব বিশ্বব্যাপী পড়েছে।”

এর পরপরই, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জুকারবার্গের মন্তব্যের সত্যতা যাচাই করেন এবং বলেন যে ভারতের জনগণ গত বছর অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ-র প্রতি তাদের আস্থা পুনর্ব্যক্ত করেছেন।মোদী সরকারের ৩.০-তে রেলওয়ে, তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তির পোর্টফোলিও ধারণকারী বৈষ্ণব X-হ্যান্ডেলে একটি পোস্টে বলেন, “বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে, ভারত ২০২৪ সালের নির্বাচন ৬৪ কোটিরও বেশি ভোটারদের নিয়ে পরিচালনা করেছিল। ভারতের জনগণ প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনডিএ-র উপর তাদের আস্থা পুনর্ব্যক্ত করেছে। মিঃ জুকারবার্গের দাবি যে ২০২৪ সালের নির্বাচনে ভারত সহ বেশিরভাগ বর্তমান সরকার কোভিড-পরবর্তী নির্বাচনে হেরে গেছে, তা বাস্তবিকভাবে ভুল।”

তিনি বলেন, “কোভিডের সময় ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাবার প্রদান, ২.২ বিলিয়ন বিনামূল্যে টিকা প্রদান এবং বিশ্বের বিভিন্ন দেশে সহায়তা প্রদান থেকে শুরু করে ভারতকে দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে এগিয়ে নিয়ে যাওয়া পর্যন্ত, প্রধানমন্ত্রী মোদীর তৃতীয় মেয়াদ আমাদের জাতির অগ্রগতির একটি মাইলফলক হয়ে দাঁড়িয়েছে।” “এই জয় সুশাসন এবং জনসাধারণের আস্থার প্রমাণ। মেটা, মি. জুকারবার্গের কাছ থেকে ভুল তথ্য পাওয়া হতাশাজনক।”

Related Articles