
The Truth of Bengal: প্যারাগুয়েতে ভয়াবহ বিমান দুর্ঘটনা। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দক্ষিণ আমেরিকার এই দেশটির এক জন পার্লামেন্ট সদস্য ও তাঁর ৩ সহযোগী। নিহত পার্লামেন্ট সদস্যের নাম ওয়াল্টার হার্মস। তিনি প্যারাগুয়ের ক্ষমতাসীন দল কলেরাডো পার্টির সদস্য।
জানা গিয়েছে, প্যারাগুয়ের রাজধানী আসুনসিওন থেকে ১৮০ কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়। পুলিশ সূত্রে খবর, বিমানটি ওড়ার পরপরই দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি উড্ডয়নের সময় নাকি গাছে ধাক্কা খায়, তারপরই বিমানটিতে আগুন লেগে যায়। এরপরই বিমানটি জ্বলন্ত অবস্থায় মাটিতে আছড়ে পড়ে।
এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা। তিনি জানিয়েছেন, ‘আমাদের সহকর্মী, বন্ধু ও স্বপ্নদ্রষ্টা ভাই ওয়াল্টার হার্মসের মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার ও বন্ধুবান্ধবদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’এই দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে, তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।