প্যালেস্তাইন কর্তৃপক্ষ সাময়িক বন্ধ করল আল-জাজিরার সম্প্রচার
Palestinian Authority temporarily suspends Al Jazeera broadcasts

Truth Of Bengal: প্যালেস্তাইনে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করার আদেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ‘উসকানিমূলক কনটেন্ট’ প্রচারের অভিযোগে বুধবার এই আদেশ দেওয়া হয়।
ফাতাহ নিয়ন্ত্রিত পশ্চিম তীরের সংবাদ সংস্থা ওয়াফার খবরে বলা হয়, সংস্কৃতি, স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রকের সমন্বয়ে গঠিত বিশেষ মন্ত্রী কমিটি প্যালেস্তাইনে আল-জাজিরা চ্যানেলের সম্প্রচার ও এর কার্যালয়ের সব কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, প্যালেস্তাইনের অভ্যন্তরীণ বিষয়ে উসকানিমূলক কনটেন্ট ও প্রতিবেদন সম্প্রচার করায় আল-জাজিরার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে আল-জাজিরার সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি। সংবাদমাধ্যমটি নিশ্চিত করেছে, তারা বুধবার রামাল্লায় তাদের কার্যালয় বন্ধ রাখার একটি নির্দেশনা পেয়েছে। বুধবার আল-জাজিরায় কিছু ছবি প্রচার করা হয়।
এসব ছবি দেখে মনে হচ্ছে, প্যালেস্তাইনের নিরাপত্তা কর্মকর্তারা রামাল্লায় আল-জাজিরার কার্যালয়ে ঢুকছেন ও সম্প্রচার বন্ধের আদেশ হস্তান্তর করছেন। তবে প্যালেস্তিনি কর্তৃপক্ষের এই পদক্ষেপ নিয়ে এখন পর্যন্ত আল–জাজিরার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
ইতিমধ্যে আল–জাজিরা বন্ধ করার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এক বিবৃতিতে হামাস বলেছে, সম্প্রতি ফিলিস্তিনি কর্তৃপক্ষ জনগণের অধিকার ও স্বাধীনতা খর্ব এবং জনগণের ওপর নিরাপত্তামূলক বিধিনিষেধ আরও জোরদার করার জন্য যেসব স্বেচ্ছাচারী পদক্ষেপ নিয়েছে, সেসবের সঙ্গে এই সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ।
অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারে প্যালেস্তাইন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। বিবৃতিতে তারা আরও বলেছে, যে গণমাধ্যম দখলদারির তথ্য প্রকাশ করে ও আমাদের জনগণের দৃঢ়তাকে সমর্থন করে, তার সম্প্রচারের ধারাবাহিকতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাজা উপত্যকায় হামাসের মিত্র সংগঠন ইসলামিক জিহাদও এ সিদ্ধান্তের সমালোচনা করেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলিতে দোহা-ভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এবং প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহর মধ্যে টানাপোড়েন বেড়েছে।
প্যালেস্তাইনের নিরাপত্তা বাহিনী ও জেনিনের সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সংবাদমাধ্যমটিতে খবর প্রচারের পর এ টানাপোড়েন তৈরি হয়। গত ডিসেম্বরের শেষ দিকে আল–জাজিরা এই বলে ফাতাহর নিন্দা জানিয়েছিল যে, অধিকৃত পশ্চিম তীরের কিছু এলাকায় সংগঠনটি তাদের বিরুদ্ধে উসকানিমূলক প্রচার চালিয়েছে।
ওই সময় আল–জাজিরা এক বিবৃতিতে বলেছিল, জেনিনে প্যালেস্তাইনের নিরাপত্তা বাহিনী ও জেনিনের প্রতিরোধযোদ্ধাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নেটওয়ার্কে (আল–জাজিরায়) খবর সামনে আসার পর এমন প্রচার চালানো হয়েছে। জেনিনের দুঃখজনক ঘটনায় প্রতিবেদন প্রচারের সময় প্রতিরোধযোদ্ধা ও নিরাপত্তা বাহিনীর মুখপাত্র-সহ সব কণ্ঠের উপস্থিতি নিশ্চিত করেছে আল–জাজিরা।
পশ্চিম তীরে সীমিত আকারে নিয়ন্ত্রণ আরোপকারী ‘ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী’র হাতে কয়েকজন সশস্ত্র যোদ্ধা গ্রেপ্তার হওয়ার জেরে ডিসেম্বরের শুরু থেকে দুপক্ষের মধ্যে বড় রকমের সংঘর্ষ হচ্ছে।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে জেনিন ব্যাটালিয়নের সদস্যদেরও লড়াই চলছে। এ ব্যাটালিয়নের বেশির ভাগ সদস্য হয় ইসলামিক জিহাদ বা হামাসের সঙ্গে যুক্ত।