আন্তর্জাতিক

বিএনপির-র নিশানায় মহম্মদ ইউনূস

Muhammad Yunus targeted by BNP

Truth Of Bengal: ইউনূসের নেতৃত্বে কেমন আছে বাংলাদেশ? কেউ করছেন প্রশংসা, কেউ আবার তীব্র সমালোচনা করছেন। এবার খালেদা জিয়ার দল বিএনপির-র নিশানায় ইউনূসের অন্তর্বর্তী সরকার। বেশকিছুদিন ধরেই দ্রুত নির্বাচনের দাবি তুলছিল বিএনপি।

এবার ইউনূস সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিএনপি-র স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এই অন্তর্বর্তীকালীন সরকারের আসল কাজ হল সুষ্ঠুভাবে নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু, মনে হচ্ছে, তারা ১০-২০ বছর ক্ষমতায় থাকতে চায়’।

অসুস্থ রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বর্তমানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে রয়েছে বিএনপি পরিচালনার দায়িত্ব। ইউনূস সরকারকে তোপ দেগেছেন ফখরুলও। তিনি জানিয়েছিলেন, বিএনপি চায় দ্রুত নির্বাচন হোক। তার জন্য যা যা করা দরকার, শুধু সেটুকুই করুক অন্তর্বর্তীকালীন সরকার।

Related Articles