আন্তর্জাতিক

আমেরিকা সফরে যেতে চলেছেন মোদি, ‘কোয়াড’ শীর্ষ বৈঠকেও অংশ নেবেন

Modi is going to visit America, will also attend the 'Quad' summit

Truth Of Bengal : চলতি মাসের ২১ তারিখ তিন দিনের সফরে আমেরিকা যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশ মন্ত্রকের তরফ থেকে মঙ্গলবার এ বিষয়ে  জানানো হয়েছে। সাথে জানানো হয়েছে, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী এবং এর পাশাপাশি চতুর্দেশীয় অক্ষ ‘কোয়াড’ শীর্ষ বৈঠক সহ ভারতীয় বংশোদ্ভুত এবং অনাবাসী ভারতীয়দের আয়োজিত সভায় যোগ দেবেন তিনি।

২০১৪ সালে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফরে যাওয়াটা শুধুমাত্র একটি বার্ষিক অনুষ্ঠান ছিল। কিন্তু সেই অনুষ্ঠান থেকে সরে এসে  নরেন্দ্র মোদী ওই আমেরিকা সফরে এক কূটনৈতিক মাত্রা যোগ করেছিলেন। সেবছর‌ই প্রথমবার সেখানকার ভারতীয় সমাজকে সঙ্গে নিয়ে এক সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

জানা গিয়েছে, এবার আমেরিকায় থাকা ভারতীয় সমাজের প্রায় ২৫ হাজার মানুষ এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন। সেপ্টেম্বরের ২২ তারিখ নিউইয়র্কে ‘মোদী অ্যান্ড ইউএস প্রোগ্রেস টুগেদার’ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

চলতি মাসের ২১ থেকে ২৩ তারিখ পর্যন্ত মোদীর এই সফরের কর্মসূচির মধ্যে রয়েছে ডেলাওয়ারের উইল মিংটনে চতুর্দেশীয় অক্ষ বা কোয়াড -এর শীর্ষ বৈঠক। ভারত ছাড়া এই সামরিক ওকে শরিক রয়েছে জাপান অস্ট্রেলিয়া ও আমেরিকা। বহুদিন ধরে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আগ্রাসি নীতির বিরোধিতা করে চলেছে কোয়াড। ওই অঞ্চলে চিন যেভাবে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে তাতে অন্য দেশগুলির বাণিজ্য নীতির উপর প্রভাব পড়ছে।

চিনের কারনে ওই অঞ্চলের দেশগুলির নিরাপত্তা নিয়ে একটা ভয়ের মেঘ জমেছে। চিন দাবি করেছে, দক্ষিণ চীন সাগরের প্রায় ১৩ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা তাদের নিজেদের। শুধু তাই নয় এর পাশাপাশি, মালয়েশিয়া, ফিলিপিন্স, ব্রুনেই, তাইওয়ান ও ভিয়েতনামের জলসীমা লঙ্ঘন করে এক কৃত্রিম সেনা ঘাঁটি গঠন করেছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি এ বিষয়ে খুবই উদ্বেগ প্রকাশ করেছে। ২০১৭ সালে এই সামগ্রিক পরিস্থিতির কথা ভেবেই গড়ে তোলা হয়েছিল কোয়াড।

Related Articles