কমলগঞ্জে নদ বাঁধে বড়সড় ভাঙন, আতঙ্কে গ্রামবাসীরা
Major erosion of river dam in Kamalganj, villagers in fear

The Truth Of Bengal: টানা বৃষ্টির জেরে বৃদ্ধি পেয়েছে নদীর জলস্তর। আর এবার সেই কমলগঞ্জের ধলাই নদের উপর গড়ে ওঠা বাঁধে দেখা দিয়েছে বড়সড় ভাঙন। আর এর জেরে সমস্যায় পড়েছে ১০টি গ্রামের মানুষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সমস্যা পড়া মানুষজনের জন্য খাবারের বন্দোবস্ত করা হয়েছে। অপরদিকে, তাদেরকে সঠিক আশ্রয়কেন্দ্রে রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ধলাই নদের জল বেড়ে কমলগঞ্জ সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ, রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট ও মুন্সিবাজার ইউনিয়নের খুশালপুরে প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে জল ঢুকছে। এতে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের ছয়কুট এলাকা ও আদমপুর ইউনিয়নের কাঁঠালকান্দি-আধাকানি সড়ক জলে তলিয়ে গেছে। এ ছাড়া নদের রামপাশা, শিমুলতলাসহ ১২টি স্থানের বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকলে যেকোনো সময় সেখানে ভাঙন দেখা দিতে পারে।
এছাড়া, স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বাঁধ ভেঙে উপজেলার নারায়ণপুর, চৈতন্যগঞ্জ, বাঁধে উবাহাটা, খুশালপুর ছয়কুট, বড়চেগ, জগন্নাথপুর, প্রতাপী, গোপীনগর, আধাকানী, কাঁঠালকান্দিসহ ১০টি গ্রামে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি ও বাড়িঘরে জল প্রবেশ করছে। ভেঙে যাওয়া বাঁধ ও ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন- ” ধলাই নদের পানি বেড়ে প্রতিরক্ষা বাঁধের তিনটি স্থান ভেঙে গেছে। ১০টি গ্রামের প্রায় ২ হাজার মানুষের বাড়িতে জল উঠেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। সব কটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। “