৫০০০ কিমি দূর থেকে ফুসফুসের টিউমার অপারেশন, গল্প নয় সত্যি ঘটনা, দেখুন ভিডিয়ো
Lung tumor operation from 5000 km away, not a story but a true story, watch the video

The Truth Of Bengal: শুনে মনে হবে গল্পগাঁথা। তবে একেবারেই গল্প নয়। ঘটনাটা সত্যি। পাঁচ হাজার কিলোমিটার দূর থেকে একজন রোগীর ফুসফুসের অপারেশন করেছেন চিকিৎসক। এমন ঘটনার সাক্ষী হয়ে রইলেন চীনের এক রোগী। সফলভাবে অপারেশন করেছেন চীনের একজন চিকিৎসক। চীনের সাংহাইয়ের একজন সার্জন 5G সার্জিক্যাল রোবট ব্যবহার করে ৫০০০ কিলোমিটার দূরে থেকে একজন রোগীর দূরবর্তী ফুসফুসের ক্যান্সারের অপারেশন সফলভাবে পরিচালনা করেছেন।
জানা গিয়েছে, ডাক্তার যখন সাংহাইতে বসে ছিলেন, রোগী তখন চীনের সুদূর পশ্চিমে ছিলেন। সাংহাই চেস্ট হাসপাতালের সার্জন তার সহকর্মীদের সঙ্গে নিয়ে এই অপারেশন পরিচালনা করেন।ঘরোয়াভাবে তৈরি 5G সার্জিক্যাল রোবট ব্যবহার করে ফুসফুসের টিউমার অপসারণ সফলভাবে করেন। ওই চিকিৎসক যখন সাংহাইতে ছিলেন, রোগী এবং অস্ত্রোপচারের রোবটটি জিনজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের (চীনের সুদূর পশ্চিমে) কাশগড়ে ছিলেন।
A surgeon in China successfully removed a lung tumor from a patient while being 5000 km away. The doctor operated the machine remotely from his office in Shanghai, while the patient was in Kashgar, located on the opposite side of the country. The entire operation was completed in… pic.twitter.com/8VQrpnvtS0
— Naresh Nambisan | നരേഷ് (@nareshbahrain) August 2, 2024
গত ১৩ জুলাই এই সফল অস্ত্রোপচার করা হয়। এই অসাধ্য সাধন করেছেন সার্জন সাংহাই চেস্ট হাসপাতালের ডাঃ লুও কিংকুয়ান। এই চিকিৎসক জানিয়েছেন অত্যাধুনিক এই প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসকরা হাসপাতালে বসে চিকিৎসা পরিচালনা করতে পারবেন। আবার রোগীকে হাসপাতালে ছুটে আসতে হবে না। রোগীদের বড় শহরে না গিয়েই নিজের এলাকাতেই অত্যাধুনিক চিকিৎসার পরিষেবা পাবেন।