দীপাবলি উদযাপনে মর্মান্তিক ঘটনা লন্ডনে, ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু পাঁচ ভারতীয় বংশোদ্ভূত
London Diwali Accident

The Truth of Bengal: আলোর উৎসব দীপাবলির রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা লন্ডনে। আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হল পাঁচ জনের। পশ্চিম লন্ডনের একটি বাড়িতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মৃত পাঁচজনের মধ্যে আছে তিন শিশু। মৃতরা সবাই ভারতীয় বংশোদ্ভূত। ওই পরিবারটি সম্প্রতি বেলজিয়াম থেকে লন্ডনে এসেছিল। আগুন লাগার আগে ওই বাড়িতে সবাই দীপাবলি উদযাপন করছিলেন। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। লন্ডন প্রশাসন মনে করছে, আতসবাজি থেকে আগুন লাগতে পারে। আসল কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
লন্ডন পুলিশ জানিয়েছে, ওই বাড়িতেই পাঁচজনের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক জখম একজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জান গিয়েছে। আগুন লাগার খবর পেয়ে ওই বাড়িতে পৌঁছয় লন্ডন ফায়ার ব্রিগেডের বেশ কয়েকটি ইঞ্জিন। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে কোনও লাভ হয়নি। অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই বাড়িতে রাতে দীপাবলি উদযাপন করতে জড়ো হয়েছিলেন সবাই। তারপর এই ঘটনা ঘটে।
আগুন আশেপাশের বাড়িগুলিতেও ছড়িয়ে পড়ার আশঙ্কায় বেশ কয়েকটি বাড়ি খালি করে দেয় পুলিশ। তবে দমকল তৎপর থাকায় আগুন অন্য বাড়িতে ছড়িয়ে পড়তে পারেনি। কী করে এই আগুন লাগল? এই প্রশ্নে লন্ডন পুলিশ জানিয়েছে, এখনও প্রকৃত কারণ জানান যায়নি। তবে অনুমান করা হচ্ছে দীপাবলি পালনের সময় আতসবাজি থেকে এই আগুন লাগতে পারে। সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে লন্ডন প্রশাসন। পুলিশ এবং দমকল বিভাগ আলাদা আলাদা করে এই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত চালাচ্ছে।
Free Access