আন্তর্জাতিক

দূষণে বিপর্যস্ত লাহোর, এক দিনে অসুস্থ ১৫ হাজার, নিষেধাজ্ঞা বিয়ের অনুষ্ঠানে

Lahore hit by pollution, 15,000 fall ill in one day, weddings banned

Truth Of Bengal: পাকিস্তান আর্থিক সঙ্কটের পাশাপাশি ভয়াবহ দূষণজনিত স্বাস্থ্যসঙ্কটে পড়েছে। বিশেষ করে লাহোর শহরের পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে। শহরের বায়ুর গুণগত মান (একিউআই) ১৯০০ ছাড়িয়েছে, যা অত্যন্ত বিপজ্জনক। এই ধোঁয়া এবং দূষণের ফলে অসংখ্য মানুষ শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, লাহোরে শুকনো কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং বুকে সংক্রমণের উপসর্গ নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ হাসপাতালে আসছেন। এক দিনে প্রায় ১৫ হাজার রোগী ভর্তি করতে হয়েছে। মেয়ো, জিন্নাহ, গঙ্গারাম এবং শিশু হাসপাতালগুলো রোগীতে ভরে উঠেছে।

সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই ইটভাটা ও নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যক্তিগত গাড়ির ব্যবহার সীমিত করতে শহরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি না বদলানো পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দূষণ রোধে বিয়ের অনুষ্ঠানে আতশবাজি ও শব্দবাজির কারণে তিন মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে গত এক মাসে ২০ লক্ষের বেশি মানুষ শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। বিশেষজ্ঞরা সরকারের প্রতি অবিলম্বে দূষণের উৎস চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে এই সঙ্কট আরও ভয়াবহ রূপ নেবে বলে সতর্ক করেছেন তারা।

Related Articles