আন্তর্জাতিক

কঠিন পরিস্থিতি মোকাবিলার পথে কিম, প্রয়োজন হতে পারে পরমাণু অস্ত্রভান্ডারেরও

Kim may also need a nuclear arsenal to deal with difficult situations

Truth Of Bengal: উত্তর কোরিয়া বলতেই প্রথমে মনে আসে যেখানে গোপনীয়তায় মোড়া এবং কঠোর নিয়মের বেড়াজালে আবদ্ধ একটি দেশ। যেখানে প্রতিরক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়। যেখানে একটু এদিক ওদিক হলেই বা ভুলচুক কিছু হলেই রেহাই নেয়, প্রশাসনিক কর্তা থেকে আমজনতা কারোরই।

যে দেশে প্রতিরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড অবধারিত হয়। পশ্চিমি দুনিয়া বিশেষ করে আমেরিকার সঙ্গে কিমের সম্পর্ক যে খুব ভালো তা নয়। ফলে পশ্চিমি দেশগুলির, বিশেষ করে আমেরিকার ‘দাদাগিরি’কে খুব একটা ভালো চোখে নেন না কিম। এদিকে উত্তর কোরিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়েই যাচ্ছে কিম। তিনি যে খুব সহজে দমার পাত্র নন, তা বার বারই নিজের কাজ দিয়ে পশ্চিমি দুনিয়াকে বুঝিয়ে দেন কিম।

কিমের দেশ যে পরমাণু অস্ত্র নিয়ে নানাভাবে পরীক্ষানিরীক্ষা চালিয়ে যায়, শুধু তাই নয়, পরমাণু অস্ত্র তৈরি করতেও কিমের দেশ যে বেশ পটু সেই কথা মাঝেমধ্যেই আন্তর্জাতিক মহলে উঠে আসে। পশ্চিমি দুনিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার শক্তিবৃদ্ধি এবং অপরদিকে কিমের আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি শুরু করা নিয়ে যখন জল্পনা শুরু হয়েছে ঠিক সেই মুহুর্তে ঘনিষ্ঠ মহলে কিম মুখ খোলেন।

তিনি বলেন, আমেরিকা এবং তার বন্ধু দেশগুলি উত্তর কোরিয়া যখন বিপজ্জনক হয়ে উঠেছে তখন নিজেদের আত্মরক্ষার কথা মাথায় রেখে যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার জন্য নিজেদের সবসময় প্রস্তুত রাখা উচিত। আর সেই জন্যই পরমাণু অস্ত্রভান্ডারের শক্তিবৃদ্ধি করে সেই প্রস্তুতির পথ আরও সুগম করছে কিম। তিনি এবিষয়ে স্পষ্ট করে বলে দেন যে প্রয়োজনের স্বার্থে তা ব্যবহার করতে পিছপা হবেন না তিনি।

Related Articles