কমলা নয় প্রেসিডেন্সিয়াল ডিবেটে তিনিই জয়ী! তথ্য ছাড়াই দাবি ট্রাম্পের
Kamala is not the winner of the presidential debate! Trump claims without data

Truth Of Bengal: বিশ্ববাসীর কাছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন এক চর্চিত বিষয়। ২০২৪ সালের এই নির্বাচনের লড়াইয়ে মুখোমুখি রয়েছেন ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিস ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। প্রথম সাক্ষাতেই প্রেসিডেন্সিয়াল ডিবেটে ডোনাল্ড ট্রাম্প কে টেক্কা দিয়েছেন কমলা। ডিবেট পরবর্তী সমীক্ষায় সেই তথ্যই এসেছে। কিন্তু ট্রাম তা মানতে নারাজ, তিনি বলেন ডিবেটে তিনিই জয়ী। তাই কমলার সঙ্গে আর কোন ডিবেটে রাজি নন তিনি।
রিপাবলিকান নেতা নিজের সোশাল মিডিয়া লেখেন, ‘পোল থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, মঙ্গলবার রাতে ডেমোক্র্যাটদের অতি বাম প্রার্থী কমরেড কমলা হ্যারিসের সঙ্গে ডিবেটে আমি জিতেছি। এবং এবার উনি দ্বিতীয় ডিবেট চাইছেন। কিন্তু কোনও তৃতীয় ডিবেট হবে না।’ চলতি বছরের জুন মাসে জো বাইডেনের সঙ্গে যে ডিবেট হয়েছিল ট্রাম্পের, তাকে এবারের প্রথম ডিবেট বলে দাবি করছেন তিনি।
তবে ওয়াকিবহাল মহল ট্রাম্পের এই দাবিকে আপাতভাবে ভিত্তিহীন বলে ব্যাখ্যা করেছে। এই ডিবেট সংক্রান্ত এক সমীক্ষায় বলা হয়েছে, ডিবেটে ট্রাম্পকে ৬৩-৩৭% পিছিয়ে দিয়েছেন কমলা। আর এক পোলে দেখা গিয়েছে, সেখানে ট্রাম্পের সমর্থনে রয়েছেন ২৮% মানুষ, যেখানে হ্যারিসের পক্ষে রয়েছে ৪৩% মানুষ, আর বাকি ৩০% মানুষ কারোর পক্ষেই নেই। তাই স্বাভাবিকভাবে কিছু মানুষ প্রশ্ন করছে, তাহলে কী হেরে যাওয়ার ভয়ে আর কোনো ডিবেটে বসতে চাইছেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ডিবেটে জেতার কোনো তথ্যই দিতে পারেন নি ট্রাম্প, কিন্তু তাও তিনি দাবি করেছেন যে তিনিই জয়ী।