ইজরায়েল হামাস যুদ্ধ: ১৩,০০০ এরও বেশি পড়ুয়ার মৃত্যু
Israel Hamas war: More than 13,000 students killed

Truth Of Bengal: ১ বছরের ও বেশি সময় হয়ে গেল তবুও থামেনি যুদ্ধ। গত একবছর ধরে গাজা রীতিমত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ইজরায়েলের সশস্ত্র বাহিনী গাজা ভূখণ্ডে লাগাতার আক্রমণ চালিয়ে গেছে, কুখ্যাত হামাস গোষ্ঠীকে চিরতরে নির্মূল করার উদ্দেশ্যে। গত এক বছরে শুধুমাত্র গাজায় ইজরায়েলের হামলায় প্রাণ গেছে ১৩ হাজারের ও বেশি শিক্ষার্থীর।
এই তথ্য সম্প্রতি প্রকাশ্যে এনেছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রক। গাজায় শুধুমাত্র যে ১৩ হাজারের বেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এমনটা নয়, এর পাশাপাশি ইজরায়েলের ড্রোণ ও বোমা হামলায় গুরুতরভাবে আহত হয়েছে আরও ২১ হাজার পড়ুয়া। বেশ কয়েক হাজার পড়ুয়া নিখোঁজ রয়েছে এখনও। আবার কাউ কাউকে আটক করেও রাখা রয়েছে।
এর আগে বহুবার হামাস গোষ্ঠী অভিযোগ করেছিল এই যে হামাস ও ইজরায়েলের যুদ্ধে হামাস নিজেই এই যুদ্ধকে বারবার উসকে দিয়েছে। প্রসঙ্গত গত ৭ অক্টোবর ইজরায়েলের উপর প্রথম হামলা চালায় গাজা। তারপর থেকে একের পর এক হামলা চালিয়ে গাজা ভূখণ্ডকে ধূলিসাৎ এ পরিণত করেছে ইজরায়েল।
কখনও স্কুল, কখনও হাসপাতালে বোমা বর্ষণের ফলে মারা গেছে গাজার বহু নিরীহ মানুষ। যার মধ্যে বেশি রয়েছে মহিলা এবং শিশুদের সংখ্যা। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রক জানিয়েছে গত ১ বছরে ইজরায়েলের সশস্ত্র বাহিনী হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে ৪২৫ টি স্কুল।
পাশাপাশি বোমা হামলায় গুঁড়িয়ে দিয়েছে বহু বিশ্ববিদ্যালয় থেকে বহু হাসপাতাল। হামাস নেতাদের খুঁজে বের করতে বোমা হামলা চালানো হয়েছিল শরণার্থী শিবির গুলিতেও। তবে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রক আরও জানিয়েছে গত ১ বছর ধরে ইজরায়েলের হামলায় আদেও কতজন পড়ুয়া মারা গিয়েছে তার পরিসংখ্যান দেওয়া মুশকিল।