আন্তর্জাতিক

ইরাকের সেনা ঘাটিতে বোমাবর্ষণ! মৃত এক পিএফএম সঙ্গে আহত হয়েছেন বহু

The Truth Of Bengal: শুক্রবার ইরাকের সেনা ঘাটিতে বোমাবর্ষণ এর কারণে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে বিশ্ব রাজনীতিতে। সূত্রের খবর এই এয়ারস্ট্রাইকের ফলে মৃত্যু হয়েছে এক পিএফএম সদস্যদের। বাগদাদের দক্ষিণ প্রান্তে অবস্থিত ব্যাবিলন প্রদেশের সামরিক ঘাঁটিতে এই বিমান হামলা’টি করা হয়। যার কারণবশত ঘটনাস্থলে উপস্থিত অনেকেই আহত হয়েছেন। তবে এখানেই প্রশ্ন উঠেছিল এদিন যে, সামরিক এই ঘাঁটিতে কী করে চোখের ফাঁকি দিয়ে অবস্থান করল তাদের যুদ্ধ বিমান?

যদিও প্রথম থেকেই এবিষয়ে সন্দেহ করা হয়েছিল যে আমেরিকা থেকেই এই স্ট্রাইক’টিকে ঘটানো হয়েছে। তাছাড়াও আন্তর্জাতিক রাজনীতিবিদদের অনেকেই এই একই বক্তব্য রেখেছিলেন প্রথম থেকেই। পিএমএফ এর তরফ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে যে, “বিস্ফোরণে বহু মাত্রায় বস্তুগত ক্ষতি ও আহত হয়েছে।” সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একজনের মৃত্যু সহ

তদন্ত যদিও ইতিমধ্যেই শুরু করা হয়েছে। তবে আমেরিকার থেকে এই হামলার দায়’কে অস্বীকার করা হয়েছে। ইউ.এস. কেন্দ্রীয় সামরিক এর এক্স হ্যান্ডেল থেকে তারা সরাসরি বলেছেন এদিন, “মার্কিন যুক্তরাষ্ট্র আজ ইরাকে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করা প্রতিবেদন সম্পর্কে আমরা সচেতন। সেসব রিপোর্ট সত্য নয়। মার্কিন যুক্তরাষ্ট্র আজ ইরাকে বিমান হামলা চালায়নি।”

Related Articles