শহরে বন্ধ ইন্টারনেট পরিষেবা, বন্ধ করে দেওয়া হয়েছে যোগাযোগ পরিষেবাও
Internet services are down in about 80 cities in Myanmar

The Truth of Bengal: মায়ানমারের প্রায় ৮০ টি শহরে বন্ধ ইন্টারনেট পরিষেবা। বন্ধ করে দেওয়া হয়েছে ফোন মাধম্যে যোগাযোগ পরিষেবাও। মায়ানমারের সামরিক বাহিনী জুন্টা এই কাজ করেছে বলে জানা গিয়েছে। মায়ানমারের যে যে শহরে ইন্টারনেট ও যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে সেই গুলি হল রাখাইন, সাগাইং, কায়াহ , শান ,চিন, কাচিন, মনরাজ্য, তানিনথারি, মাগওয়ে, বাগো, আয়েইয়াওয়াদি প্রভৃতি অঞ্চলে।
যার মধ্যে রাখাইন রাজ্যে রয়েছে ১৭ টি শহর, সাগাইং অঞ্চলে রয়েছে ২৭ টি শহর কায়াহ রাজ্যে ৭ টি শহরের মধ্যে ৫ টি শহর ও আরও অন্যান্য জায়গায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। প্রসঙ্গতও, গত বছর নভেম্বর মাস থেকে রাখাইন প্রদেশে মায়ানমারের জুন্টা বাহিনীর সঙ্গে যুদ্ধ চলছে রাখাইন রাজ্য ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী আরাকার আর্মির। জুন্টা বাহিনীর অধিকৃত প্রায় ১৮০ টি ঘাঁটি, ৯ টি শহর ও মায়ানমারের দক্ষিণ অঞ্চলে অবস্থিত চিন রাজ্যে পালেতওয়া শহর দখল করে নিয়েছে আরাকান আর্মি।