আন্তর্জাতিক

বায়ুদূষণের নিরিখে বাংলাদেশ আজ তালিকায় ১৩ নম্বরে

In terms of air pollution, Bangladesh ranks 13th in the list today

The Truth of Bengal : দিনদিন বায়ুদূষণ বেড়েই চলেছে বাংলাদেশে। আর এবারে বায়ুদূষণের তালিকায় বিশ্বের ১০০টি শহরের মধ্যেই ১৩তম স্থানে উঠে এল বাংলাদেশের নাম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে বর্তমান সময়ে ঢাকার স্কোর ১২২। তবে, আইকিউএয়ারের এই মান অবশ্য ক্ষতি ডেকে আনছে বয়স্ক মানুষ, শিশু এবং প্রধানত গর্ভবতী নারীদের উপর। অপরদিকে, সেই তালিকায় দিল্লির নাম সবচেয়ে উপরেই রয়েছে। আইকিউএয়ারের ইনডেক্স অনুযায়ী, ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। উল্লেখ্য, ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার যে পরামর্শ দিয়েছে, তার মধ্যে আছে, ঘরের বাইরে গেলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষকে মাস্ক পরতে হবে। ঘরের বাইরে ব্যায়াম না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles