আন্তর্জাতিক
Trending

দাউদ ইব্রাহিমকে ঘিরে বড়সড় গুজব, করাচির হাসপাতালে চিকিৎসাধীন মোস্ট ওয়ান্টেড ডন

Huge rumors surrounding Dawood Ibrahim, most wanted don under treatment in Karachi hospital

The Truth of Bengal:  দাউদ ইব্রাহিমকে ঘিরে বড়সড় গুজব রটল এবার। বিষ খাইয়ে হত্যা করার চেষ্টা বলে গুজব, এই মুহূর্তে করাচির হাসপাতালে চিকিৎসাধীন মোস্ট ওয়ান্টেড ডন। তবে বিষ প্রয়োগের খবর এখনও নিশ্চিত নয়।

১৯৯৩ মুম্বই বিস্ফোরণের মাস্টারমাইন্ড ছিলেন দাউদ ইব্রাহিম। সেই ভয়াবহ বিস্ফোরণে আড়াইশোর বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এরপর দীর্ঘদিন ধরে পাকিস্তানে লুকিয়ে ছিলেন দাউদ।

এইমুহুরতে জানা যাচ্ছে,  তিনি ভর্তি আইসিইউতে। শুধু পুলিশ, হাসপাতালের শীর্ষস্থানীয় কর্তাদের ও পরিবারের লোকেদেরই হাসপাতালে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। বাকি কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না।করাচিতেই ক্লিফটন এলাকার যে বাংলোয় তিনি থাকেন, তা ঘিরে রেখেছে আইএসআই এজেন্ট ও পাকিস্তানি রেঞ্জার্সরা। সব মিলিয়ে করাচিতে দাউদের দশটা বাড়ি। ইসালামাবাদেও বাড়ি রয়েছে গোটা তিনেক। যার মধ্যে রয়েছে আইএসআই-এর একটি ‘সেফ হাউস’-ও।

Free Access

Related Articles