আন্তর্জাতিক

ইজরায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে হেজবোল্লার ক্ষেপণাস্ত্র হামলা

Hezbollah missile attack targeting Israeli military base

The Truth Of Bengal: যুদ্ধের ভয়ঙ্কর মেঘ ক্রমশ মধ্যপ্রাচ্যের আকাশকে ঢেকে দিচ্ছে। এবার ইজরায়েলের উত্তরাংশে সেনা ঘাঁটির উদ্দেশ্যে হামলা চালালো লেবাননের জঙ্গি সংগঠন হেজবোল্লা। ইজারায়েলের এক সংবাদ মাধ্যমকে হেজবুল্লা মদতপুষ্ট সংগঠন আল-মায়েদিনের তরফে এবিষয়ে জানানো হয়েছে। ইজরায়েল সেনাবাহিনীও এই হামলার কথা স্বীকার করেছে।

ইজরায়েলি সেনা আইডিএফ-এর তরফ থেকে জানানো হয়েছে, এই হামলা চালিয়েছে লেবাননের জঙ্গি গোষ্ঠী। তবে হামলার অধিকাংশ ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এই রকেট হামলা হামলায় তেমন কোনও ক্ষতি হয়নি। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইজরায়েলের মাটিতে প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র ফেলা হয়েছে। হিজবোল্লা সংগঠনের দাবি, দক্ষিণ লেবাননে হামাস কমান্ডারের হত্যার প্রতিশোধ নিতে তাদের যোদ্ধারা এই হামলা চালিয়েছে।

অপারদিকে হেজবোল্লার এই হামলায় মার্কিন নৌবাহিনী আরও সতর্ক হয়েছে। জানা গিয়েছে, যদি তাদের উপর সমুদ্রে কোনও প্রকার হামলা করা হয় তাহলে তার সামাল দিতে তাঁরা প্রস্তুত। মার্কিন নৌবহর হামলা সামলাতে গাইডেড মিসাইলও প্রস্তুত করে রেখেছে।

উল্লেখ্য, প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাস ২০২৩ সালের ৭-ই অক্টোবর ইজরায়েলর বুকে বেনজির হামলা চালিয়েছিল। তার জেরেই বদলার হিংসায় গাজায় যুদ্ধ ঘোষণা করেন ওই ইহুদি দেশের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে এখন লড়াই করতে হচ্ছে গাজায় হামাস-লেবাননে হেজবোল্লা-ইরান এই তিনটি ফ্রন্টে। কয়েক মাস ইজরায়েল-লেবানন সীমান্ত উত্তপ্ত হয়ে রয়েছে। হামলা প্রতি হামলার জারি করাও রয়েছে। সব মিলিয়ে উতপ্ত মধ্যপ্রাচ্য।

Related Articles