আন্তর্জাতিক

সিডনিতে ইহুদিদের উৎসবে বন্দুকবাজের তাণ্ডব, ১০ নিহত

পুলিশ জানিয়েছে, হামলার সময় বন্ডি বিচের শিশু পার্কের কাছে ইহুদিদের ‘হানুককাহ’ উৎসব অনুষ্ঠিত হচ্ছিল।

Truth Of Bengal: অস্ট্রেলিয়ার সিডনিতে বন্দুকবাজের হামলায় চাঞ্চল্য ছড়াল। শহরের বিখ্যাত বন্ডি বিচে ইহুদিদের একটি উৎসব চলাকালীন দুই বন্দুকবাজ এলোমেলো গুলি চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, কমপক্ষে ৫০ রাউন্ড গুলি চালানো হয়। এই ঘটনার ফলে ১০ জন নিহত হন এবং একজন আহত হন। পুলিশের প্রাথমিক অনুমান, এটি পরিকল্পিত হামলা।

পুলিশ জানিয়েছে, হামলার সময় বন্ডি বিচের শিশু পার্কের কাছে ইহুদিদের ‘হানুককাহ’ উৎসব অনুষ্ঠিত হচ্ছিল। তদন্তকারীরা জানান, হামলাটি মাস খানেক ধরে পরিকল্পিত ছিল। গুলির শব্দ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে, পালটা গুলি চালিয়ে এক বন্দুকবাজকে মারা যায় এবং অপর একজনকে গ্রেফতার করা হয়।

সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হামলার ছবি ও ভিডিও। সেখানে দেখা গেছে, একজন বন্দুকধারী পথচারীর দিকে বন্দুক তাকিয়ে ছিলেন, আরেকজন একটি সেতুর উপরে দাঁড়িয়ে গুলি চালাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কমপক্ষে তিনটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল এবং বন্দুকধারীদের কোমরে ছিল গোলাবারুদের বেল্ট।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ এই হামলায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন। তিনি ঘটনাটিকে ‘হতবাক করা ও বেদনাদায়ক’ আখ্যায়িত করেছেন এবং নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি তিনি পুলিশ ও প্রশাসনকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। তদন্তকারীরা এখন দেখছেন, কেন ইহুদিদের উৎসবকে টার্গেট করা হয়েছিল এবং এর সঙ্গে ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাতের কোনো সম্পর্ক আছে কি না।

Related Articles