‘গাজার কসাই নেতানিয়াহু’, কটাক্ষ প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের
'Gaza Butcher Netanyahu', President Recep Tayyip Erdoğan's sarcasm

The Truth Of Bengal: নেতানিয়াহুর সঙ্গে কোন তফাৎ নেই হিটলারের। তুরস্কের রাজধানী আঙ্কারায় থেকে এই মন্তব্য করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পাশাপাশি নেতানিয়াহুকে গাজার কসাই বলেও অভিহিত করেছেন তিনি। এই মন্তব্যের পাল্টা জবাব ও দিয়েছেন নেতানিয়াহু।
হিটলারের সঙ্গে কোন পার্থক্য নেই নেতানিয়াহুর। তুরস্কের রাজধানী আঙ্কারায় এই মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নাৎসি বাহিনীর নেতা ও স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের চাইতেও ইজরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহু আরও ধনী ব্যক্তি বলে তিনি জানিয়েছেন। আমেরিকা থেকে সব ধরনের সুযোগ সুবিধা নেয় ইজরায়েল। গাজার প্রতি নৃশংস অত্যাচারে নেতানিয়াহু কে গাজার কসাই বলে অভিহিত করেছে তুরস্কের প্রেসিডেন্ট। এই মন্তব্যে পাল্টা জবাব দিয়েছে নেতানিয়াহু। তিনি জানিয়েছেন কুর্দিদের প্রতি এরদোয়ান গণহত্যা চালানোর পাশাপাশি সেই ঘটনার যারা বিরধিতা করেছে তাদেরও সে বন্দি বানিয়েছে। আর সেই এরদোয়ান নিজেকে এখন ভদ্র প্রমাণ করতে চাইছে।
উল্লেখ্য, চলতি বছরের ৭ ই সেপ্টেম্বর হামাসের আক্রমণের পর থেকেই ইজরায়েলের একের পর এক হামলা শুরু হয়। বোমা বর্ষণ , শরণার্থী শিবিরে হামলা, হাসপাতালে হামলা এইভাবে গাজা একেবারে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গাজার মন্ত্রণালয় জানিয়েছে গত ১১ সপ্তাহের মধ্যে ইজরায়েলের হামলায় গাজায় ২০ হাজার ৯১৫ জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই শিশু এবং মহিলা। প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইজরায়েলের এইভাবে নৃশংস অত্যাচারকে গুরুতর অপরাধ বলে অভিহিত করেছে।
Free Access