আন্তর্জাতিক

”হয় রাষ্ট্রীয় স্বীকৃতি, না হয় আত্মহত্যা”, একাধিক দাবিতে পথে ‘জুলাই বিপ্লবে’র আহতেরা

"Either state recognition or suicide," the injured in the 'July Revolution' are on the road with multiple demands

Truth of Bengal: বাংলাদেশের পরিস্থিতি এখনও উত্তপ্ত। নির্বাচনের দাবিতে চাপের মুখে ইউনুস সরকার। এর মাঝেই নতুন করে রাজধানীতে ছড়াল উত্তেজনা। পথে নামল জুলাই আন্দোলনের আহতরা। তাঁদের অভিযোগ, ইউনুস সরকার খোঁজ নিচ্ছে না। কার্যত, এবার পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চলে।

বাংলাদেশের সংবাদমাধ্যম অনুযায়ী, আন্দোলনকারীদের অভিযোগ, সঠিক চিকিৎসা পাচ্ছেন না তাঁরা। কার্যত বিনামূল্যে অর্থাৎ সরকারি খরচে চিকিৎসার দাবিও তুলে ধরেন তাঁরা। ঢাকার একাধিক পথ আটকে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ আন্দোলন। যার জেরে ব্যাহত হয় যান চলাচল। এর আগে শনিবার ঢাকার চক্ষু হাপাতালের ভিতরেও বিক্ষোভ দেখান তাঁরা।

২০২৪ সালের জুলাই-এর গণ অভ্যুত্থানের সময় আহত হয়েছিলেন বহু নাগরিক। হাসিনা দেশত্যাগের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। যার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। তাঁর আমলে এই ধরণের ছবি স্বভাবতই আগামী নির্বাচনে কিরূপ প্রভাব ফেলতে পারে তা নিয়ে  জল্পনা তুঙ্গে। কারণ যে জুলাই আন্দোলনের ফলে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, সেই আন্দোলনে যাঁরা আহত হয়েছিলেন তাঁদেরই খোঁজখবর নিচ্ছে না ইউনুস সরকার। এমনই অভিযোগ বিক্ষোভকারীদের।

Related Articles