আন্তর্জাতিক

বিশ্বকবির মুখে কালি লাগিয়ে বিকৃতি! বাংলাদেশে একী কাণ্ড

Distortion of the face of the world poet! A case in Bangladesh

Truth Of Bengal: শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ জুড়ে চলছে অরাজকতা।  আর এবার বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি মাখানোর অভিযোগ উঠল। জানা গিয়েছে, কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্বকবির ছবিতে কালো রঙের কালি লাগিয়ে দেওয়া হয়েছে। শুধু তাইনয় বিশ্বকবির নাম বিকৃত করে দেওয়া হয়েছে। আর তা নিয়ে কুষ্টিয়া জুড়ে ছড়িয়েছে উত্তেজনা।

 

আঞ্চলিক মহাসড়কের দক্ষিণপাশে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরাল। গত কয়েকদিন আগে দেখা যায়  এখানে  থাকা কবির ছবির মুখমণ্ডল কালো রঙে ঢাকা । রবীন্দ্রনাথ ও ঠাকুর বানান দুটিও বিকৃতি করা।  এরপরেই কবি ঠাকুরের ম্যুরালে কালি লাগানো একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। পরে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট করেন কুমারখালীর বাসিন্দারা।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় প্রশাসনের আধিকারিকরা। তারা সেখানে গিয়ে দেখেন  রবি ঠাকুরের মূর্তি ঢেকে দেওয়া হয়েছে। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখন স্পষ্ট নয়। এলাকার সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে। বলা বাহুল্য, মুজিবের দেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি মাখানোর ঘটনায় এপার বাংলা জুড়ে উঠেছে নিন্দার ঝড়।

Related Articles