আন্তর্জাতিক

নতুন সংবিধান না বদলালে বৈষম্য যাবে না: অনীক রায়

Discrimination will not go away unless the new constitution is changed: Anik Roy

Truth Of Bengal: বাংলাদেশের সংখ্যালঘুদের উপর বারবার ঘটে যাওয়া হামলা ও বৈষম্যের মূল কারণ সংবিধানে লুকিয়ে আছে, এমনটাই মনে করেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম যুগ্ম আহ্বায়ক অনীক রায়। তাঁর মতে, সংবিধান সংশোধন ছাড়া এই অবস্থা কখনই পাল্টানো সম্ভব নয়।

এক সাক্ষাৎকারে অনীক বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুরা বছরের পর বছর ধরে অবহেলিত। সংবিধানে সবার অধিকার সুরক্ষিত নয়। আর এ কারণেই হামলা, লুটপাট, মন্দির ভাঙচুরের মতো ঘটনা ঘটে চলেছে।”

সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার বাসিন্দা অনীক আরও বলেন, “রাজনৈতিক ফায়দা তোলার জন্য বহু বছর ধরে এই হামলাগুলোকে ব্যবহার করা হয়েছে। কিন্তু কোনও সরকারই কঠোরভাবে এগুলো দমন করেনি। বরং সবাই চুপ থেকেছে, যেন এগুলো খুব স্বাভাবিক ব্যাপার।”

বর্তমান অন্তর্বর্তী সরকারের দিকেও আঙুল তুলেছেন তিনি। তাঁর ভাষায়, “প্রধানমন্ত্রীর হাতে এত বেশি ক্ষমতা যে কেউই স্বৈরশাসকে পরিণত হতে পারে। এই ক্ষমতার ভারসাম্য আনতেই হবে।” শুধু তাই নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ও বাড়ি ভাঙার ঘটনার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন তিনি। “মুজিবকে ভালোবাসে দেশের মানুষ, এটা ঠিক। কিন্তু তার নামকে ব্যবহার করে শেখ হাসিনা ও তাঁর পরিবার নিজেদের অপরাধ ঢাকার চেষ্টা করেছেন। আজকের ক্ষোভ, সেই দীর্ঘদিনের দুঃখ-বেদনার ফল,” বলেন অনীক।

আগামী নির্বাচন নিয়ে আশাবাদী জাতীয় নাগরিক পার্টির এই নেতা জানান, “আমরা ভোটে জিততে চাই, তবে হারলেও দেশের স্বার্থে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা নেব।” তাঁর কথায়, “আমাদের লক্ষ্য—একটি নিরাপদ, বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে সংখ্যালঘুরা ভয় নয়, সম্মান নিয়ে বাঁচবে।”

Related Articles