ওপার বাংলায় আবহাওয়ার অবনতি, ৪ বন্দরে জারি সতর্কবার্তা
Deterioration of weather in Bangladesh, warning issued at 4 ports

Truth Of Bengal: বর্তমানে ওপার বাংলায় মৌসুমি বায়ু বেশ সক্রিয় হয়ে উঠেছে। আর তার জেরেই উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘন কালো মেঘ ছেয়ে গিয়েছে। আবহাওয়ার অবনতির কারণে ওদেশের উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
সেই সম্ভাবনা থেকে আবহাওয়া অধিদপ্তর ওপার বাংলার চার বন্দরে তিন নম্বর সতর্কবার্তা জারি করেছে। এর পাশাপাশি মাছ ধরার ট্রলারগুলোকে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত নতুন কোন নির্দেশ না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা যেন উপকূলের কাছাকাছি থাকে। আবহাওয়া দফতরের তরফ থেকে বুধবার ওদেশের স্থানীয় সময়ে সকাল ১০ টা নাগাদ আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের স্বই করা এক সামুদ্রিক সতর্কবার্তার মাধ্যমে এ বিষয়ে জানানো হয়েছে।
ওই সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার জেরে উত্তর বঙ্গোপসাগর ও ওদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর সাথে বলা হয়েছে ঝোড়ো হওয়ার সম্মুখীন হতে পারে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর। কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেতের কথা বলা হয়েছে।