চালু চট্টগ্রাম-করাচি জাহাজ, পাক-কানেকশনে জোর বাংলাদেশের?
Chittagong-Karachi ship underway, Bangladesh's focus on Pak-Bangladesh connection?

Truth Of Bengal: পাকিস্তানের করাচি থেকে আসা জাহাজ দেখল চট্টগ্রাম। এই প্রথম জলপথে সরাসরি যোগাযোগ স্থাপন হল পাক-বাংলাদেশের। তবে কি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিবিড় করতে চাইছেন মহম্মদ ইউনূস? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে কূটনৈতিক মহলে।
জলপথে যোগাযোগে লাভ দেখছে দুই দেশই। চাল, পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন ফলমূল আনা গেলে আর্থিকভাবে চাঙ্গা হবে বাংলাদেশ। আবার পাট-সহ অন্যান্য পণ্যের রফতানিও শুরু হবে এই জাহাজ পরিষেবার মাধ্যমে।
এ প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাক হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানিয়েছেন, চট্টগ্রাম – করাচি জাহাজ পরিষেবার সাহায্যে দু দেশের মধ্যে ব্যবসায়ীক সম্পর্ক আরও মজবুত হবে।
উল্লেখ্য, শেখ হাসিনার শাসনকালে বারবারই ১৯৭১ সালে পাক সেনার অত্যাচার, গণধর্ষণ, হত্যালীলার কথা প্রকাশ্যে বলেছে ঢাকা। কয়েকমাস আগেই তুমুল অশান্তির জেরে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। হাসিনা সরকারের পতনের পর সেখানে তৈরি হয় অন্তর্বর্তীকালীন সরকার, নেতৃত্বে নোবেলজয়ী মহম্মদ ইউনূস। মুজিব-কন্যার পদত্যাগ কাছাকাছি এনেছে পাক-বাংলাদেশকে। তারপরেই পাকিস্তানের সঙ্গে জলপথে বাংলাদেশের সংযোগ স্থাপন তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক পর্যবেক্ষকরা।