আন্তর্জাতিক

হুনান প্রদেশে স্কুলের ছাত্রাবাসে আগুন, ঘটনায় ১৩ জন নিহত

China School Fire

The Truth of Bengal: চীনের হুনান প্রদেশে একটি স্কুল ছাত্রাবাসে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। শনিবার দেশটির সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে খবরটি জানান হয়েছে। খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ১১টায় হুনান প্রদেশের ইয়ানশানপু গ্রামের ইয়াংকাই স্কুলে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

প্রায় ৪০ মিনিট দমকলের তৎপরতায় রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডরমেটরির এক কর্মীকে আটক করা হয়েছে। অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও দুর্বল রক্ষণাবেক্ষণের জন্য অগ্নিকাণ্ডের ঘটনা চীনে নতুন কিছু নয়।

গত বছরের নভেম্বর মাসে দেশটির শানশি প্রদেশে একটি কয়লা কোম্পানির অফিসে আগুনের ঘটনায় ২৬ জনের প্রাণহানি ঘটে ও বেশ কয়েকজন আহত হয়। গত বছরের এপ্রিলে রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে আগুনের ঘটনায় ২৯ জন মারা যায়। ওই আগুন থেকে জীবন বাঁচাতে অনেকে বহুতল ভবনের জানালা দিয়ে লাফিয়ে পড়ে।

Related Articles