আন্তর্জাতিক

লন্ডনে বিএনপি-জামায়াতের বৈঠকে মতভেদ, ঐক্য শুধু আওয়ামী লীগ বিরোধিতায়

BNP-Jamaat meeting in London disagrees, unity only against Awami League

Truth of Bengal: লন্ডনে গোপন এক বৈঠকে মিলিত হয়েছিলেন বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। উদ্দেশ্য ছিল—সম্প্রতি দেখা দেওয়া মতবিরোধের সমাধান ও পুরনো শরিকি সম্পর্ক পুনরুজ্জীবিত করা। তবে বৈঠকটি খুব একটা সফল হয়নি বলে জানা গেছে।

বৈঠকে সৌজন্য থাকলেও, দুই দলের মধ্যে বেশিরভাগ বিষয়ে কোনও ঐক্যমত্য হয়নি। বরং তারেক রহমানের কিছু কঠোর মন্তব্যে জামায়াতের আমির শফিকুর রহমান ক্ষুব্ধ হন এবং আলোচনা থেকে নিজেকে গুটিয়ে নেন।

সূত্রের দাবি, এই বৈঠকের পেছনে ছিল একটি বিশেষ মহল, যার সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর যোগাযোগ আছে বলেও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। যদিও জামায়াত নেতারা দাবি করেছেন, তাঁরা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে লন্ডনে গিয়েছিলেন।

জানা গেছে, একমাত্র যে বিষয়ে দুই দলের মধ্যে পূর্ণ সমঝোতা হয়, তা হল—আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ও তার শরিকদের যেন খোলামেলা অংশগ্রহণ করতে না দেওয়া হয়। এই অবস্থানেই একমত হন দুই দলের শীর্ষ নেতারা।

এদিকে, আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, শেখ হাসিনা ও দলের কয়েকজন নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত চার্জশিট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি-জামায়াত। এর প্রতিবাদে ২০ এপ্রিল দেশজুড়ে কালো কাপড় বেঁধে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, “এই বিচার একপেশে ও উদ্দেশ্যপ্রণোদিত। শেখ হাসিনাকে প্রধান নিশানা করেই এসব প্রহসনের বিচার চালানো হচ্ছে।”

সব মিলিয়ে দেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আগামী দিনে এই মতপার্থক্য আরও বাড়বে না কমবে, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা।

Related Articles