আন্তর্জাতিক

বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ বাইডেনের

Biden's observation of the situation in Bangladesh

Truth Of Bengal: ওয়াশিংটন ডিসি : বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাংবাদিকদের এ কথা জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কিরবি। বাংলাদেশে হিন্দু নির্যাতন এবং তাঁদের উপাসনালয়ে হামলার প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে প্রতিবাদের বিষয়টি উল্লেখ করে এক সাংবাদিক জন কিরবির কাছে জানতে চান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ বিষয়ে অবগত রয়েছেন কি না অথবা প্রেসিডেন্ট তাঁর বন্ধু ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুসের সঙ্গে জাতিসংঘে সাধারণ অধিবেশনের ফাঁকে সাক্ষাতের সময় হিন্দুদের ওপর নির্যাতনের বিষয়টি উত্থাপন করেছিলেন কি না?

জবাবে জন কিরবি জানিয়েছেন, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রেসিডেন্ট বাইডেন এবং তাঁর প্রশাসন। তিনি বলেন, আমরা এ বিষয়টি খুব, খুব, খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও বাংলাদেশের ঘটনাগুলি মনযোগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন। কিরবি আরও বলেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর সেখানের নিরাপত্তা পরিস্থিতি কিছুটা জটিল হয়েছে। আমরা এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি, যাতে তাদের আইন প্রয়োগকারী সংস্থা এবং নিরাপত্তা পরিষেবাগুলি বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা অর্জন করে।

এছাড়া বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলির কাছেও ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন জন কিরবি। তিনি বলেন, আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার সময় স্পষ্ট করে বলেছি, তারা যেন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যুক্তরাষ্ট্রের কাছে বারবার জাতি-ধর্ম নির্বিশেষে সকল বাংলাদেশির নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানিয়েছেন কিরবি।

Related Articles