জলদস্যুদের কবল থেকে মুক্ত ! আরব আমিরাতে পৌঁছল বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ
Bangladeshi ship MV Abdullah arrived in UAE

The Truth of Bengal: অবশেষে আরব আমিরাতে এসে পৌঁছলো দীর্ঘ ১ মাস সোমালিয়ায় জলদস্যুদের কবলে থাকা জাহাজ এমভি আব্দুল্লাহ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার বিকেলে জাহাজটি বন্দরে এসে পৌঁছেছে। ৩৩ দিন জলদস্যুদের কবলে থাকার পর চলতি বছরের ১৩ মার্চ জাহাজটি জলদস্যুদের হাত থেকে ছাড়া পায়। এরপরই জাহাজটি ১ হাজার ৪৫০ নটিক্যাল মাইল দূরে থাকা আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল।
এই পথ পাড়ি দিয়ে আট দিনের মাথায় জাহাজটি আমিরাতের আল-হামরিয়া বন্দরে পৌঁছাল। পাশাপাশি, জাহাজটির মালিকপক্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছে, জাহাজটি আল-হামরিয়া বন্দরে পৌঁছানোর পর দুজন নাবিকের উড়োজাহাজে করে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। বাকি ২১ জন নাবিকের ওই জাহাজে করে দেশে ফেরার কথা রয়েছে। সব মিলিয়ে, জাহাজটি তার গন্তব্যে পৌঁছনোতে চিন্তামুক্ত হয়েছে জাহাজে থাকা নাবিকেরা সহ প্রত্যেকে।