আন্তর্জাতিক

ইউরোপীয় ইউনিয়নে খারাপ ফল, দেশের পার্লামেন্ট ভেঙে দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

Bad results in the European Union, French President Emmanuel Macron dissolved the country's parliament

The Truth Of Bengal : ফ্রান্সে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেইসঙ্গে দেশে আগাম নির্বাচনের ঘোষণাও করেছেন তিনি। এই পদক্ষেপের কারণ সম্পর্কে জানা যাচ্ছে, সদ্য সমাপ্ত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে খারাপ ফলের জেরেই হঠাৎ এমন পথে হাঁটলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানিয়েছেন, আগামী ৩০ জুন ফ্রান্সে প্রথম দফায় সংসদের নিম্নকক্ষের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় দফায় ভোট হবে আগামী ৭ জুলাই।

ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে রবিবার ফ্রান্স, জার্মানি, বেলজিয়ামসহ বেশ কয়েকটি সদস্য দেশে ভোটাভুটি হয়। ফলাফল আসতে শুরু করলে দেখা যায়, নির্বাচনে ইউরোপের প্রায় সবগুলি দেশেই এগিয়ে রয়েছে ডানপন্থী দলগুলি। যদিও মধ্যপন্থী, উদার ও গ্রিন পার্টিগুলি সবাই মিলে ৭২০ আসনের এই পার্লামেন্টে ভারসাম্যপূর্ণ ফলাফল পেতে যাচ্ছে। কিন্তু ফ্রান্সে বড় পরাজয়ের সম্মুখীন হল ম্যাক্রোঁর দল। তাই তিনি এই পদক্ষেপ করলেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ জুন পার্লামেন্টের নিম্নকক্ষের ভোটগ্রহণ হবে। আর দ্বিতীয় ধাপের ভোট হবে ৭ জুলাই। আগাম নির্বাচন উপলক্ষে দেওয়া ভাষণে ফরাসি প্রেসিডেন্ট বলেন, শান্তি ও সম্প্রীতির সঙ্গে কাজ করতে দেশে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আমি নিজেও পদত্যাগ করতে পারছি না। আমি আপনাদেরই বেছে নেওয়ার অধিকার দিতে চাই। তাই আজ রাতে পার্লামেন্ট ভেঙে দিচ্ছি।

ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠোর সিদ্ধান্ত। কিন্তু একইসঙ্গে এটা আত্মবিশ্বাসের পদক্ষেপও। আমার আপনাদের ওপরে আস্থা রয়েছে। ফ্রান্সের জনগণ নিজের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেরাটাই বেছে নেবেন।’ ম্যাক্রোঁর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিরোধীরা।