আন্তর্জাতিক

২০২৭ সালের মধ্যে বরফ শুন্য হতে চলেছে আর্কটিক মহাসাগর, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

Arctic Ocean to be ice-free by 2027, study reveals sensational findings

Truth Of Bengal: ২০২৭ সালের মধ্যে বরফে ঢাকা আর্কটিক মহাসাগর নাকি বরফ শুন্য হয়ে উঠবে? সম্প্রতি এই কথা উঠে এসেছে এক গবেষণায়। যেখানে বিজ্ঞানীরা জানাচ্ছেন মূলত গ্রিন হাউস গ্যাস অত্যাধিক মাত্রায় নির্গত হওয়ার ফলে ২০২৭ এর মধ্যেই বরফ শুন্য হতে চলেছে আর্কটিক মহাসাগর । আজ বলে নয়, বহু আগে থেকেই বিশ্ব উষ্ণায়নের ফলে দেশ তথা বিদেশে থাকা পাহাড় পর্বত এমনকি মহাসাগর গুলি থেকে বরফ গলতে শুরু করেছে। যা নিয়ে রীতিমত চিন্তার ভাঁজ দেখা দিয়েছে বিজ্ঞানীদের।

সম্প্রতি একটি জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী দিন দিন গ্রিন হাউস গ্যাস যে পরিমাণে নির্গত হচ্ছে তাতে পরিবেশে ক্ষতির পরিমাণ বাড়ছে। আর এইভাবে এই গ্যাস নির্গত হওয়ার ফলে আর্কটিক মহাসাগরের উপর তার প্রভাব পড়ছে। সেই কারণে ২০২৭ সালের মধ্যে সমস্ত বরফ গলে জল হতে চলেছে। এই সমুদ্রের বরফ প্রতি দশকে ১২ শতাংশ করে গলে যাচ্ছে। বরফ গলে যাওয়াতে একথা স্পষ্ট যে এইভাবে বরফ যত গলে যাচ্ছে পৃথিবী ততো ধ্বংসের পথে এগিয়ে আসছে। এই ভাবে পাহাড় পর্বত সমুদ্র মহাসাগর থেকে বরফ অনবরত গলতে থাকলে আগামী দিনে বিশ্ব জুড়ে প্রায় ৪ গুণ বেশি উষ্ণ আবহাওয়া বিরাজ করবে।

গবেষণা করে উঠে এসেছে আর্কটিক মহাসাগরে বরফ ২.৬ মিলিয়ন বর্গমাইল বিস্তৃত ছিল। ১৯৭৯ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত আর্কটিক মহাসাগরে এমনই ছিল বরফের পরিমাণ। কিন্তু চলতি বছরে কমে হয়েছে ১.৬৫ মিলিয়ন বর্গমাইল। প্রায় ১১ টি জলবায়ু মডেল ব্যবহার করে এই জার্নালে জলবায়ু সংক্রান্ত এই তথ্য প্রকাশিত হয়েছে।