আন্তর্জাতিক

ফের দাবানল লস অ্যাঞ্জেলেসে

Another wildfire in Los Angeles

Truth Of Bengal: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের উত্তরদিকে নতুন করে একটি দাবানল ছড়িয়েছে। বুধবার নতুন এই দাবানল শুরু হয়। ঝোড়ো বাতাস ও শুষ্ক ঝোপঝাড়ের কারণে এই দাবানলের আগুন দ্রুত ছড়াচ্ছে বলে জানা গিয়েছে। নতুন এই দাবানলের আগুন ইতিমধ্যে আট হাজার একরের (৩২ বর্গকিলোমিটার) বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার ১৯ হাজারের বেশি মানুষকে বাধ্যতামূলকভাবে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস শহর থেকে ৮০ কিলোমিটার উত্তরের একটি এলাকায় এই দাবানল ছড়িয়ে পড়ে। দাবানলটির নাম দেওয়া হয়েছে ‘হিউস ফায়ার’। নতুন দাবানল অঞ্চলটির অগ্নিনির্বাপণকর্মীদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। সবে তাঁরা নগর এলাকার বড় আকারের দু’টি দাবানল নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। এর মধ্যে আরেকটি দাবানল শুরু হল। দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেস কাউন্টির ক্যাসটেইক লেক এলাকার বাসিন্দাদের সতর্ক করেছেন কর্মকর্তারা। তাঁরা বলেছেন, বাসিন্দাদের জীবন তাৎক্ষণিক হুমকির মুখে রয়েছে।

যদিও ঝোড়ো ও শুষ্ক বাতাসের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশির ভাগ এলাকায় ‘লাল সতর্কবার্তা’ জারি আছে। লাল সতর্কবার্তা জারির অর্থ, দাবানলের চরম ঝুঁকিতে থাকা।

Related Articles