আন্তর্জাতিক

ওয়াশিংটনে ভয়াবহ বিমান দুর্ঘটনা

Another terrible plane crash

Truth Of Bengal : ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে ওয়াশিংটন বিমানবন্দরে। এক সেনা চপারের সঙ্গে সংঘর্ষ লাগে এক যাত্রীবাহী বিমানের। সংঘর্ষের পরেই যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে যায় নদীতে। বিমানে ছিল ৬৪ জন যাত্রী। এই পুরো ঘটনাটি ঘটেছে আমেরিকার ওয়াশিংটন ডিসির পটোম্যাক নদীর উপর। এখনও পর্যন্ত খবর পাওয়া অনুযায়ী মৃতের সংখ্যা ২০ কাছাকাছি। তবে এই সংখ্যা আরও বারতেও পারে বলে আশঙ্কা।

সূত্রের খবর ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে আমেরিকার রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার জেরে একাধিক যাত্রীর প্রাণ নাশের আশঙ্কা। জানা যাচ্ছে সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক চপারের সঙ্গে সংঘর্ষ লাগে এক যাত্রীবাহী বিমানের। সংঘর্ষের পরেই ওই বিমান ভেঙে পড়ে পটোম্যাক নদীর উপর। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। চলছে উদ্ধারকাজ। সেই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এই মর্মান্তিক দুর্ঘটনার কথা শুনে শোক প্রকাশ করেছেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প। তিনি জানিয়েছেন এই বিমান দুর্ঘটনার জেরে যাদের মৃত্যু হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি। যারা নিখোঁজ রয়েছে তাঁদেরকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল বলে জানিয়েছেন তিনি।

জানা যাচ্ছে আমেরিকান এয়ারলাইন্সের ৫৩৪২ নম্বর বিমানটি বুধবার গভীর রাতে কানসাসের উইচিটা থেকে রওনা দিয়াছিল। এই বিমান দুর্ঘটনার জেরে আপাতত ওয়াশিংটন বিমানবন্দরের সমস্ত উড়ান এবং অবতরণ স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার পর ফের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা।

 

Related Articles