
The Truth of Bengal: ডেঙ্গি প্রাণ নিলো আরও এক জনের। ডেঙ্গি উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫ জন। এর আগে গত বুধবার ডেঙ্গিতে একজনের মৃত্যু হয়। সব মিলিয়ে চলতি বছর ডেঙ্গিতে ৩৮ জন প্রাণ হারিয়েছেন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল আটটা থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
এ সময়ে ডেঙ্গি নিয়ে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন মোট সাতজন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। চলতি বছরে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে যে ৩৮ জন মারা গেছেন, তাঁদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ১৯ জন। আর চলতি মাসে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে দুজনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৯ জুন পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৬ জন। তাঁদের মধ্যে পুরুষ ১ হাজার ৮৫২ জন ও নারী ১ হাজার ২০৪ জন।