ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা! ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গুলিতে মৃত ২, আহত একাধিক
প্রভিডেন্সের মেয়র ব্রেট স্মাইলি জানিয়েছেন, হামলার পর থেকেই পুলিশ পুরো আইভি লিগ ক্যাম্পাসে ব্যাপক তল্লাশি চালাচ্ছে।
Truth Of Bengal: ফের আমেরিকায় বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হল শিক্ষা প্রতিষ্ঠান। শনিবার আইভি লিগভুক্ত ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিল্ডিংয়ে এক আততায়ীর এলোপাথাড়ি গুলিতে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। আচমকা এই হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ক্যাম্পাসজুড়ে।
প্রভিডেন্সের মেয়র ব্রেট স্মাইলি জানিয়েছেন, হামলার পর থেকেই পুলিশ পুরো আইভি লিগ ক্যাম্পাসে ব্যাপক তল্লাশি চালাচ্ছে। এদিন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছিল, পরীক্ষার দ্বিতীয় দিনেই এই ভয়াবহ ঘটনা ঘটে। হামলার দু’ঘণ্টা পরও ক্যাম্পাসে থিকথিক করছে পুলিশি উপস্থিতি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আশপাশের বাসিন্দাদের ঘরের ভিতরেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, সকলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, আততায়ীর পরনে ছিল কালো পোশাক। সিসিটিভি ফুটেজে তাকে হামলার পর ইঞ্জিনিয়ারিং বিল্ডিং থেকে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। ওই ফুটেজের ভিত্তিতে হামলাকারীকে চিহ্নিত করার চেষ্টা চলছে। যদিও প্রাথমিকভাবে একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছিল, পরে তদন্তে তাঁর সঙ্গে ঘটনার কোনও যোগ না থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
এই ঘটনার পর সামাজিক মাধ্যমে পোস্ট করে আহতদের এবং তাঁদের পরিবারের জন্য প্রার্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দ্রুত অপরাধীকে গ্রেপ্তার করে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, গত বুধবারও আমেরিকায় বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেছিল। কেনটাকি বিশ্ববিদ্যালয়ে এক হামলায় একজন পড়ুয়ার মৃত্যু হয় এবং আরও একজন আহত হন। ওই ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তার করলেও তাঁর পরিচয় প্রকাশ্যে আনা হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনও প্রত্যক্ষ যোগ ছিল না।
সম্প্রতি আমেরিকায় একের পর এক বন্দুকবাজের হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে। নভেম্বরের শেষ সপ্তাহে হোয়াইট হাউসের সামনেও গুলির ঘটনা ঘটে। এলোপাথাড়ি গুলিতে গুরুতর আহত হন দুই ন্যাশনাল গার্ড সদস্য। সেই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় বলেন, হামলাকারীকে এর মূল্য চোকাতে হবে। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।






