আন্তর্জাতিক

চীনকে কোণঠাসা করতে পাকিস্তানকে আর্থিক সাহায্য আমেরিকার

America's financial help to Pakistan to corner China

The Truth of Bengal: গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে পাকিস্তানকে আর্থিক সাহায্য করার ইচ্ছে প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রবল সংকটে রয়েছে পাকিস্তান। সম্প্রতি কয়েক বছর ধরে পাকিস্তানকে আর্থিক সহযোগিতা করে চলেছে চীন। এর ফলে ইসলামাবাদের উপর চিনের আধিপত্যও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে৷পাকিস্তানের বেশ কিছু জায়গা কার্যত চীন ব্যবহার করছে৷আর্থিক সহযোগিতার মাধ্যমে চীনের সাথে পাকিস্তানের একটা বন্ধুত্ব স্থাপন হয়েছে। যদিও এই দুই দেশের বন্ধুত্বের সম্পর্ককে মোটেই ভাল ভাবে নিচ্ছেন না মার্কিন যুক্তরাষ্ট্র৷ এইকারনে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের থেকে চীনকে কোণঠাসা করতে চাইছে।

আর, তাই মার্কিন যুক্তরাষ্ট্র তাঁর বাজেটে ইসলামাবাদের জন্য প্রায় ১০০ মিলিয়ন ডলার অর্থ বরাদ্দ করতে চায়৷ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এক প্যানেলে জানিয়েছেন, পাকিস্তানের গণতন্ত্রকে শক্তিশালী করতে এই বিপুল পরিমাণ অর্থ ইসলামাবাদকে দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। লু আর্থিক সাহায্য করার প্রসঙ্গে বলেছেন, “আশা করব, গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে পাকিস্তান এই অর্থ ব্যবহার করবে”। চলতি দশকের শুরু থেকেই পাকিস্তানের আর্থিক অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করে ।

রাজনৈতিক স্থিতিশীলতার অভাবও দেখা যায় প্রকটভাবে৷অর্থনৈতিক ও রাজনৈতিক ভাবে অশান্ত পাকিস্তানের জন্য মার্কিনের আর্থিক সাহায্য পৃথিবীর জিও পলিটিকসে এক নতুন মাত্রা সংযোজিত করবে৷ লু আরও বলেছেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্র বেজিংয়ের উপর ইসলামাবাদের অতিরিক্ত নির্ভরতা প্রতিরোধ করতে চাইছে। বিনিয়োগের ক্ষেত্রে চীন অতীত; আমরাই ভবিষ্যত’’৷তিনি অভিযোগ করেছেন ‘‘পাকিস্তান চীনের নতুন শিকার। আমরা জানি চীন পাকিস্তানকে সম্পূর্ণভাবে দখল করেছে৷ পাকিস্তানের মাটিতে চিনা ফাঁড়ি এবং রাস্তা, মিলিটারি মোতায়েন করা হচ্ছে৷’’ তবে এখন দেখার বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্রের পাকিস্তানকে এই আর্থিক সাহায্যের সিদ্ধান্ত পৃথিবার জিও পলিটিক্সে কতটা প্রভাব ফেলে ।

Related Articles