আন্তর্জাতিক

আবারো বাংলাদশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের গণসমাবেশ

Again, the mass gathering of anti-discrimination student activists in Bangladesh

The Truth Of Bengal: বাংলাদশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা রবিবার গোটা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। এদিন ওদেশের সময় সকাল ১১টা থেকে ওপার বাংলার বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ-গণসমাবেশ পালন করা হবে। শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুকে তাঁর একটি পোস্ট-এর মাধ্যমে এই তথ্য জানান।

তিনি জানান, রবিবার সকাল ১১টা থেকে শাহবাগে, ঢাকা সহ গোটা দেশের বিশেষ বিশেষ পয়েন্টগুলিতে একদফা দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে। ঢাকার প্রবেশপথগুলোতে সকাল থেকেই ছাত্র-জনতাকে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এমনকি এই ঘোষিত কর্মসূচি সফল করতে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাশিক্ষার্থী, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী থেকে শুরু করে পেশাজীবী, শ্রমজীবী, রাজনৈতিক-অরাজনৈতিক নির্বিশেষে সকল জনসাধারণকে রাজপথে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই বিক্ষোভ ও গণসমাবেশ শান্তিপূর্ণভাবে পালন করা হবে। কিন্তু যদি আঘাত আসে তাহলে তাঁরা প্রতিহত করা থেকে পিছিয়ে আসবে না। বৈষম্যবিরোধী আন্দোলনের আর এক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, রবিবার একদফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো। আরেকদিকে শনিবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে আন্দোলনের এক সমন্বয়ক মো. নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার পদত্যাগের ঘোষণা করেন।

নাহিদ ওই সভায় বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র-নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক, ছাত্রসংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব।’ তারপর নাহিদ আরও বলেন, ‘শুধু শেখ হাসিনা নন, তাঁর সাথে পদত্যাগ করতে হবে পুরো সরকারকে। এই ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিলোপ করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই, যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র-ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে।’

Related Articles