আন্তর্জাতিক

গাজার পর এবার ওয়েস্ট ব্যাঙ্কে লুকিয়ে থাকা হামাস যোদ্ধাদের খোঁজে ইজ়রায়েল, নিহত কমপক্ষে ১০

After Gaza, Israel hunts down Hamas fighters hiding in the West Bank, killing at least 10

Truth Of Bengal: সম্প্রতি গাজায় হামলা চালায় ইজ়রায়েলি সেনা । তারপরে ফের একবার পশ্চিম এশিয়ার আর এক প্যালেস্টাইনি ভূখণ্ড, জেরুসালেম লাগোয়া ওয়েস্ট  ব্যাঙ্কে  গায়ের জোড়ে ঢুকে পড়ে হামলা চালায় ইজ়রায়েল সেনা। মঙ্গলবার রাত থেকে দফায় দফায় ক্রমাগত হামলা চালিয়ে গেছে ইজ়রায়েল।

ওই হানায়  কমপক্ষে ১০ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে  বলে খবর পাওয়া যাচ্ছে। ওয়েস্ট ব্যাঙ্কে লুকিয়ে থাকা হামাস যোদ্ধাদের খোঁজ না পাওয়ার কারণেই এই হামলা চালায় ইজরায়েল। মঙ্গলবার গভীর রাত থেকেই জেনিন, তুলকারেম, নাবলুস ও তুবাসে- ওয়েস্ট ব্যাঙ্কের উত্তরাংশের এই চারটি জায়গায় হামলা চালিয়ে গেছে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। এমনকি ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলির একাধিক জায়গাতেও তাঁরা নিশানা করে ক্রমাগত হামলা চালিয়ে গেছে বলে অভিযোগ উঠছে।

এছাড়াও তুলকারেমে দু’টি হাসপাতাল, নাবলুসের শরণার্থী শিবির ইতিমধ্যেই দখল করে ফেলেছে নেতানিয়াহুর ফৌজ। এছাড়াও তুবাসের কাছে আল ফারা শরণার্থী শিবিরেও লাগাতার হামলা চালিয়ে গেছে ওই বাহিনী। ইজ়রায়েলি হামলার খবর পেতেই ‘স্বশাসিত প্যালেস্টাইন কর্তৃপক্ষে’র প্রেসিডেন্ট মেহমুদ আব্বাস বুধবার সৌদি আরব সফর স্থগিত রেখে ওয়েস্ট ব্যাঙ্কে ফিরে এসেছেন বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, প্যালেস্টাইনি স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা, প্রয়াত ইরাসের আরাফতের গড়া সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বধীন জোট ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ড।

Related Articles