আন্তর্জাতিক

খরচ বাঁচাতে আফগানিস্তানে চলছে গণবিবাহ! বিয়ে পড়ে মিলল লক্ষাধিক টাকা

Afghanistan Mass Marriage

The Truth of Bengal: আফগানিস্তানে অব্যাহত অর্থনৈতিক টানাপোড়েন। আর তাই খরচ বাঁচাতে গণবিবাহের আয়োজন করা হয়েছে সরকার। সোমবার রাজধানী কাবুলে এক অনুষ্ঠানে বিয়ে হল কমপক্ষে ৫০ জোড়া বর-কনের। বিয়ে উপলক্ষে কাবুল বিমানবন্দরের কাছে অনুষ্ঠানস্থলে বেশ জমকালো আয়োজন করা হয়। সাজানো হয় গাড়িগুলো। সেখানে উপস্থিত ছিলেন শত শত অতিথি। তবে অতিথিদের মধ্যে মহিলাদের সংখ্যা ছিলো নগন্ন।

অনুষ্ঠানে সদ্য বিয়ের পিঁড়িতে বসা রুহুল্লাহ রিয়াজি বলেন, আফগানিস্তানের ঐতিহ্য মেনে বিয়ে করতে দুই থেকে আড়াই লাখ আফগানির দরকার পড়ে। এই গণবিয়ের কারণে এক একজনের মাত্র ১০ থেকে ১৫ হাজার আফগানি খরচ হচ্ছে। আফগানিস্তানের ঘোর প্রদেশের হাজারা শিয়া সম্প্রদায়ের সদস্য রুহুল্লাহ রিয়াজি। দিনে তাঁর আয় মাত্র ৩৫০ আফগানি। তিনি বলেন, ‘বর ও কনের দুজনের পরিবার থেকে ৩৫ জনকে নিমন্ত্রণ করা হয় বলে তিনি জানান, ‘এককভাবে বিয়ে করতে হলে সংখ্যাটা হতো ৩০০ থেকে ৪০০ জন।’

এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয় এক সংস্থা। প্রত্যেক নয়া দম্পতিকে অনুদান হিসেবে ১ লাখ ৭৫ হাজার টাকার বেশি দিয়েছে তারা। শুধু তাই নয়, সংসারজীবন শুরুর জন্য তাঁদের একটি কেক, টুথপেস্ট, শ্যাম্পু, লোশন, মাদুর, কম্বলসহ ঘরের কাজে লাগে এমন নানা সরঞ্জাম দিয়েছে সংস্থাটি। বিয়ের এই আয়োজনের অংশ হতে আবেদন করা হয়েছিল ৬০০ জুটিকে। নির্বাচিত জুটিদের এই দিনের জন্য অপেক্ষা করতে হয়েছে তিন বছর।

Free Access

Related Articles