আন্তর্জাতিক

আমেরিকায় জাহাজের ধাক্কায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল বিরাট সেতু

A huge bridge collapsed like a house of cards after being hit by a ship in America

The Truth Of Bengal: তাসের ঘরের মতো ভেঙে পড়ল বিরাট সেতু। আমেরিকার মেরিল্যান্ড প্রদেশে বাল্টিমোরে মালবাহী জাহাজের ধাক্কায় ওই সেতুটি ভেঙে পড়ে। ‘ফ্রান্সিস স্কট কি’ নামের ওই সেতু আমেরিকার এক বিখ্যাত সেতু। এই বিপর্যয়ের ধাক্কায় বহু মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে।

সূত্রের খবর, আমেরিকার মেরিল্যান্ড প্রদেশে বাল্টিমোরে মালবাহী জাহাজ বাল্টিমোর বন্দর থেকে বেরনোর সময় ‘ফ্রান্সিস স্কট কি’ নামের আমেরিকার এক বিখ্যাত সেতুর ভিতে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে সেতুটি তাসের ঘরের মতো ভেঙে প্যাটাপস্কো নদীতে পড়ে যায়। এদিকে ধাক্কা মারার পর সেতুর নিচে আটকে যায় ওই জাহাজটিও। স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার ভোরে ওই দুর্ঘটনাটি ঘটেছে।

[ আরো পড়ুন ঃ

আবগারি মামলায় কেজরিওয়ালের শুনানি দিল্লি হাইকোর্টে

আবগারি মামলায় কেজরিওয়ালের শুনানি দিল্লি হাইকোর্টে

এখনও পর্যন্ত দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির কোনও তথ্য প্রশাসনের তরফে জানানো হয়নি। তবে স্থানিরদের অনুমান অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন। ভাইরাল হয়ে গিয়েছে সেতু ভেঙে পড়ার ভিডিও। তাতে দেখা যাচ্ছে কীভাবে জাহাজের ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে চোখের নিমেষে সেতুটি ভেঙে পড়ছে। যা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা।

 

Related Articles