ঢাকার সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু এক কলেজ পড়ুয়ার
A college student died in a motorcycle accident on the Dhaka road

The Truth of Bengal : মর্মান্তিক পথ দুর্ঘটনায় এবার প্রাণ গেল এক কলেজ পড়ুয়ার। ঘটনাটি রাজধানীর খিলক্ষেত থানাধীন ৩০০ ফুট সড়কে ঘটেছে। জানা গেছে, মৃত ওই কলেজ ছাত্রের নাম আলিফ। পাশাপাশি, ১৯ বছর বয়সী আলিফের বন্ধু ইফারাত গুরুতর জখম হয়েছেন।
পুলিশের প্রতিক্রিয়া অনুযায়ী, আলিফ ও ইফারাত—দুজনই ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাদের বাড়ি ওল্ড ঢাকার গেন্ডারিয়ায়। এদিন বিকেলে ফুট সড়কের বালু নদ ব্রিজ এলাকায় সড়কের ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা খায় একটি মোটরসাইকেল। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। একজন ঘটনাস্থলেই মারা যান। অন্যজন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। পাশাপাশি, এই বিষয়ও সামনে আসছে, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন। এবং তাদের কাছে লাইসেন্সও ছিল না। মৃতদেহটিকে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।