আন্তর্জাতিক

৮০০ ক্রিসমাস ট্রির গোলকধাঁধা

UK Christmas Tree

The Truth of Bengal: এসেগেলো বড়দিন। সাজ সাজ রব চারদিকে। বাড়িঘর, দোকানপাট, হোটেল রোস্তোরা প্রায় সব জায়গায় ক্রিসমাস ট্রি বা বড়দিনের গাছ নানাভাবে সাজানো হয়েছে। সবচেয়ে বেশি ক্রিসমাস ট্রি সাজিয়ে আগের বিশ্ব রেকর্ড ভাঙার উদ্যোগ নিয়েছেন যুক্তরাজ্যের জার্সি দ্বীপের এক বাসিন্দা। তিনি একসঙ্গে ৮০০-এর বেশি পুনর্ব্যবহারযোগ্য ক্রিসমাস ট্রি সাজিয়েছেন।

বিনো রদ্রিগেস নামের ওই ব্যক্তি দ্বীপের হাওয়ার্ড ডেভিস পার্কে ক্রিসমাস ট্রি দিয়ে গোলকধাঁধা তৈরি করেছেন। বিনো বলেন, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসন কাউন্টিতে ৭৯৭টির বেশি বড়দিনের গাছ দিয়ে গোলকধাঁধা তৈরি করা হয়েছিল। সেটাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি বড়দিনের গাছ দিয়ে গোলকধাঁধা তৈরির রেকর্ড। এখন তিনি সেই রেকর্ড ভাঙার অপেক্ষায় আছেন। বিনো বলেন, তিনি যা পরিকল্পনা করেছিলেন, সেই তুলনায় অভিজ্ঞতা অনেক বড়।

বিনো বলেন, ‘তিনি কয়েক মাস ধরে পরিকল্পনা করেছেন। তার দলের সদস্য বলছিলেন, ‘৭৯৭টি গাছ দিয়ে যুক্তরাষ্ট্রে বিশ্ব রেকর্ড হয়েছিল ও এবারও তার ওই রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছেন।’ বিনো বলেন, ‘এরপর তারা যা করেছে, তা হলো যারা বড়দিনের গাছ আমদানি করে এমন কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে গেছেন ও তাদের কাছে থাকা কাঁচামল নেন। ইতিমধ্যে তারা যা করেছে, এগুলো তার সঙ্গে যুক্ত করায় সংখ্যাটা বেড়ে যায়।’

Related Articles