আন্তর্জাতিক

বিপুল মাদক সহ গ্রেফতার ৫৫, ধৃতের তালিকায় পাক সেনা ও রাজনীতিকদের সন্তান

55 arrested with huge amount of drugs, children of Pak soldiers and politicians are among the arrested

Truth Of Bengal: পাকিস্তানের লাহোরের এক অভিজাত এলাকায় একটি রেভ পার্টিতে হানা দিয়ে বড়সড় তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার রাতে দক্ষিণ লাহোরের কসুর এলাকার একটি খামারবাড়িতে চলছিল এই পার্টি। হঠাৎই সেখানে অভিযান চালিয়ে পুলিশ ৫৫ জনকে গ্রেফতার করে, যাঁদের মধ্যে রয়েছেন পাকিস্তান সেনার শীর্ষ আধিকারিক এবং দেশের বড় রাজনীতিকদের ছেলে-মেয়েরা।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ২০ জন নারী রয়েছেন। পার্টি থেকে বিপুল পরিমাণ মদ এবং নানা ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। একটি ভিডিও পুলিশের হাতে আসার পরই তারা দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযান চালায়। এই ঘটনার পর দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

কীভাবে একটি খামারবাড়িতে এত বড় মাপের মদ-মাদকের আসর চলছিল, তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ জানিয়েছে, পার্টির আয়োজক কে বা কারা ছিলেন, তা নিয়ে তদন্ত চলছে। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক এবং মদের পরিমাণ অত্যন্ত বেশি।

Related Articles