আন্তর্জাতিক

বাস-প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেলো ৩ বন্ধুর

3 friends killed in head-on collision between bus and private car

Truth Of Bengal: গাজীপুরে মর্মান্তিক দুর্ঘটনা। বাসের সঙ্গে প্রাইভেট গাড়ির সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৩ জন। পাশাপাশি গুরুতর জখম ১। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে ঘটে এই দুর্ঘটনা।

জানা যায়, রবিবার কাকভোরে এই ঘটনা। ভোর তিনটে নাগাদ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আচমকা বাস ও প্রাইভেট গাড়ির সংঘর্ষ ঘটে। ঘটনায় মৃত তিনজনের নাম মোসলেম উদ্দিন, জুয়েল এবং নাসির উদ্দিন। টাঙ্গাইলের মধুপুর থানার পাকন্দ পীরের বাড়ি এলাকার বাসিন্দা ওই তিন ব্যক্তি।

জানা যায়,এক প্রবাসী বন্ধুকে এয়ারপোর্টে পৌঁছে দিতে গিয়েছিল চার বন্ধু। ফেরার পথে মৃত্যু হলো তিনজনের। একজন চিকিৎসাধীন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে তাকে।বাসের ড্রাইভার এবং হেলপার গা ঢাকা দিয়েছে। বাস এবং গাড়িটিকে বাজেয়াপ্ত করে তদন্ত করছে পুলিশ।

নাওজোর হাইওয়ে থানার SI শহিদুল ইসলাম জানিয়েছেন, ঢাকা থেকে টাঙ্গাইলের মধুপুর যাচ্ছিল একটি প্রাইভেট গাড়ি। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় একটি পেট্রোল পাম্পের কাছে যায় গাড়িটি। গাড়িতে গ্যাস নেওয়ার জন্য ইউটার্ন নিতে যায় গাড়িটি। এমন সময় দ্রুতগতিতে আসা ঢাকাগামী একটি বাসের সঙ্গে ঘটে যায় সংঘর্ষ। সংঘর্ষে প্রাইভেট গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় নাসির উদ্দিনের। আহত হয় গাড়িতে থাকা আরও তিনজন। রক্তাত্ব অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মোসলেম উদ্দিনকে মৃত ঘোষণা করেকর্তব্যরত চিকিৎসক। আহত অবস্থায় জুয়েলকে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তাঁর। আজিজুল নামে একজন চিকিৎসাধীন রয়েছে।

 

Related Articles