ঈদ উপলক্ষে খোলা হল ৩ টি ব্রিজ ও সেতু

ঈদ উপলক্ষে যানবাহন চলাচলের ক্ষেত্রে যাতে কোনও ব্যাঘাত না ঘটে সেই কারণে বাংলাদেশে উদ্বোধন করা হল ৩ টি ওভারব্রিজ ও একটি সেতু। ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করলেন বাংলাদেশের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে সামিল হন আরও অনেক বিশিষ্ট জনেরা।
সামনেই রয়েছে পবিত্র উৎসব ঈদ। মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বহুদিন থেকেই, নিষ্ঠা ভরে দিন গুনছে, এই মহোৎসবে মেতে ওঠার আশায়। খুব শীঘ্রই আসছে সেই উৎসবের দিন। এই পরিস্থিতিতে বিশ্বের নানা দেশে ঈদ উপলক্ষে জোড়কদমে শুরু হয়েছে কেনাকাটা । বাংলাদেশের চিত্রটাও একই। উৎসবের দিন যত এগিয়ে আসছে বাজারে কেনাকাটার হিড়িক ততো বাড়ছে। যে কারণে জায়গায় জায়গায় দেখা যাচ্ছে যাতায়াতের সমস্যা। বাড়ছে ট্রাফিক জ্যামও।
এবার ঈদের আগে বাংলাদেশের উত্তরে সিরাজগঞ্জের মহাসড়কে যানজট এড়াতে খুলে দেওয়া তিনটি ওভারব্রিজ ও একটি সেতু। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সমস্ত রাস্তার উদ্বোধন করেন বাংলাদেশের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে সামিল হন সিরাজগঞ্জ ২ আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরী, জেলা পরিষদের চেয়ারম্যান শামিম তালুকদার, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান সহ সাসেক ২ প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন উদ্বোধন হওয়া ওভারব্রিজ গুলি হল মুলিবাড়ী ওভারব্রিজ, পাঁচিলা ওভারব্রিজ, দাতপুর ওভারব্রিজ। ও যে সেতুটি খোলা হল সেটি হল দাতিয়া সেতু। যানবাহন যাতে সুষ্ঠু ভাবে চলাচল করে সেই ক্ষেত্রে নজর রাখবে হাইওয়ে ও জেলা পুলিশের সদস্যরা।