দিনে ২ বার অদৃশ্য হয় শিবমন্দির, ধর্মের সঙ্গে জড়িয়ে রয়েছে অপার রহস্য
There is a Shiva temple in India which vanishes twice a day

The Truth of Bengal,Mou Basu: প্রাচীন সভ্যতার দেশ ভারতের আনাচকানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কত অপার রহস্য। ধর্ম আর জীবন, এদেশে পাশাপাশি চলে। ধর্মের সঙ্গে জড়িয়ে রয়েছে কত অপার রহস্য। রহস্যঘেরা এই ভারতে রয়েছে এমন এক শিবমন্দির যা দিনে ২ বার ভ্যানিশ বা গায়েব হয়ে যায়। গুজরাতের জাম্বুসারে রয়েছে এই শিবমন্দির। দিনে ২ বার লোকচক্ষুর আড়ালে চলে যায় বলে এই মন্দিরের অপর নাম গায়েব মন্দির। আরব সাগরের তীরে গুজরাতের জাম্বুসারে কবি কাম্বোই গ্রামে আছে এই প্রাচীন মন্দির। মন্দিরের নাম হল স্তম্ভেশ্বর মহাদেবের মন্দির। স্থানীয় বাসিন্দাদের কাছে খুবই জাগ্রত এই মন্দির। পুরাণ মতে, তারকাসুর নামে এক অসুরকে বধ করার পর এই মন্দির তৈরি করেন কার্তিক।
স্কন্দ পুরাণে বিশ্বনন্দক স্তম্ভের উল্লেখ রয়েছে। দেবতাদের দ্বারা নির্মিত এই স্তম্ভ দেখা যায় মাহি সাগর সঙ্গম তীর্থ ক্ষেত্রে। পুরাণ মতে, শিবের উপাসক ছিলেন তারকাসুর। ভক্তিতে তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তারকাসুরকে বর দেন। তারকাসুর প্রথমে মৃত্যুকে এড়ানোর বর চান। দেবাদিদেব মহাদেব তারকাসুরকে জানান মৃত্যু অবশ্যাম্ভাবী। তাই তিনি যেন অন্য কোনো বর চান। শিবের আর্শীবাদ চান তারকাসুর। দেবাদিদেব মহাদেব তারকাসুরকে বর দেন যে শিবের ৬ দিন বয়সি পুত্র ছাড়া কেউ তারকাসুরকে বধ করতে পারবে না।
শিবের বরে বলীয়ান হয়ে তারকাসুর ত্রিলোকে তাণ্ডব শুরু করেন। সকলে কায়মনোবাক্যে দেবাদিদেব মহাদেবের কাছে পরিত্রাণ চাইলে দেবাদিদেবের ত্রিনয়ন থেকে সৃষ্টি হন কার্তিক। তিনিই বধ করেন তারকাসুরকে। তবে শিবের প্রতি তারকাসুরের অসীম ভক্তি দেখে কার্তিকই এই মন্দির তৈরি করেন। সমুদ্র সৈকতের ওপরই রয়েছে এই অনিন্দ্য সুন্দর মন্দির। জোয়ারের সময় সমুদ্রের জলে ডুবে যায় এই শিবমন্দির। গর্ভগৃহে সমুদ্রের নোনা জল ঢুকে যায়। ভাটার সময় দেখা যায় মন্দির। সমুদ্রের জলে যখন মন্দির ডুবে যায় তখন শুধু মন্দিরের চূড়া দেখা যায়।