শুরুতেই মুলতুবি দুই কক্ষের অধিবেশন, ওয়াকফ সহ একাধিক ইস্যুতে সোচ্চার বিরোধীরা
The session of both houses of parliament was adjourned at the beginning, the opposition was vocal on several issues including Waqf.

Truth Of Bengal: বুধবার সংসদের অধিবেশন শুরুতেই ঝড় ওঠে। দুই কক্ষেই বিরোধীরা সরকার পক্ষের কাছে অবস্থান জানতে চায়। আদানির ঘুষকাণ্ড নিয়ে শুরু হয় দুই পক্ষের বাদানুবাদ। তীব্র বিতর্ক, বাগবিতণ্ডায় তপ্ত হয় লোকসভার অধিবেশন। যারজন্য স্পিকার ওম বিড়লা দুপুর ১২টা পর্যন্ত সভা মুলতুবি করে দিতে বাধ্য হন।
#WATCH | Ruckus in Lok Sabha as the opposition demands discussion on the #Adani issue. #LokSabha adjourned till 12 noon
Track LIVE updates here:https://t.co/T3YXS0svZ9
(📹ANI) pic.twitter.com/AmsKD2aLtl
— Hindustan Times (@htTweets) November 27, 2024
একই ঝোড়ো হাওয়া বয়ে যায় রাজ্যসভাতেও। সংসদের উচ্চ কক্ষে বিরোধীরা কার্যতঃ সরকারকে বেঁধে নানা ইস্যুতে। দুই শিবিরের দ্বৈরথ চরমে পৌঁছানোয় উত্তাল হয় রাজ্যসভাও।তাই চেয়ারম্যান জগদীপ ধনখড় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন।
এর আগেও সংসদের অধিবেশন উত্তাল হয়। বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের হট্টগোলের মধ্যে সোমবার লোকসভা এবং রাজ্যসভার অধিবেশনের প্রথম দিনে কোনও কাজ হয়নি। বিরোধীদের গোলমালের জেরে সেদিন অধিবেশন মুলতুবি হয়ে যায়। কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলি আদানি-ইস্যুতে আলোচনা দাবি করে।
অভিযোগ, সৌরবিদ্যুৎ সরবরাহের বরাত পেতে ভারতীয় আধিকারিকদের মোটা অঙ্কের ঘুষ দিয়েছেন আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গৌতম আদানি-সহ কয়েকজন। তাঁদের বিরুদ্ধে আমেরিকার একটি আদালতে মামলা দায়ের হয়েছে।
বিরোধীদের হট্টগোলের জেরে বুধবারও দুই কক্ষের অধিবেশন মুলতুবি হয়ে যায়। তাই সংসদীয় অধিবেশনে বারবার বিরোধীরা সরকারের অবস্থান জানতে চেয়ে সরব হওয়ায় আলোচনা প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেন, বিরোধীরা হাঙ্গামা বাধিয়ে সভা ভণ্ডুল করতে ব্যস্ত।
যদিও বিরোধী শিবির বলছে,তাঁরা দেশের স্বার্থেও সাধারণ মানুষের স্বার্থে যেসব ইস্যু জানতে চায় তা নিয়ে সরকারের আলোচনা করতে অসুবিধা কোথায়। তৃণমূল কংগ্রেস দুপুরের বৈঠকের পর রণকৌশল চূড়ান্ত করে আন্দোলনের ঝাঁজ বাড়াতে চায় বলেও আভাস মিলেছে।