দেশ

দেশে প্রথম চালু হতে চলেছে বৈদিক ঘড়ি, ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী

The first Vedic watch to be launched in the country

The Truth of Bengal: আর কিছু দিনের অপেক্ষা। ১ লা মার্চ থেকে মধপ্রদেশে সময়ের হিসাব হবে বৈদিক যুগ অনুযায়ী। মধ্যপ্রদেশের উজ্জ্বয়ীন জেলায় চালু হতে চলেছে ভারতের প্রথম বৈদিক ঘড়ি। যে ঘড়ির মাধম্যে শুধু সময় নয়, দেখা যাবে হিন্ধু মতের শুভ সময়। অযোধ্যার রাম মন্দির, দেব ভূমী নতুন দ্বারকা ও পুরনো দ্বারকাকে যুক্ত করতে তৈরি করা সুদর্শন সেতুর রাজকীয় উদ্বোধনের পর এবার ১ লা মার্চ ভার্চুয়াল মাধ্যমে বৈদিক ঘড়ির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যন্তর মন্তরের ৮৫ মিটার হলুদ রঙের উঁচু টাওয়ারে রাখা হবে এই বৈদিক ঘড়ি।

কথিত আছে পৌরাণিক যুগে মানুষ সূর্যের নিরিখে সময় নির্ধারণ করতেন। এখনকার মর্ডান যুগে কত ধরনের ঘড়ির প্রচলন  রয়েছে যেমন দেওয়াল ঘড়ি, রিষ্ট ওয়াচ। এই সব কিছু ছিলনা প্রাচীন যুগে। তাই মানুষ ঘণ্টা মিনিট সেকেন্ড এবং শুভ দিনক্ষণের জন্য নির্ভর করতেন সূর্যের উপর। হিন্ধু মতে আজ থেকে প্রায় ৩০০ বছর আগে এই উজ্জ্বয়ীন থেকেই সময় সীমা নির্ধারণ করা হত। সেই পুরনো যুগ ফের একবার আবির্ভাব হতে চলেছে মহদ্যপ্রদেশে।

২০২২ সালে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই ঘড়ি তৈরি করার জন্য প্রথম শিলান্যাস করেছিলেন। বৈদিক ঘরিতে সময়ের পাশাপাশি দেখা যাবে গ্রহের অবস্থান, শুভ সময়, জ্যোতিষশাস্ত্রের হিসাব। ভারতীয় স্টান্ডার্ড সময় সহ দেখতে পাওয়া যাবে পৃথিবীর স্টান্ডার্ড সময় গ্রীনিচের সময়। এই ঘড়ি তৈরি করা টিমের অন্যতম এক সদস্যের মতে এই ঘড়ি বিশ্বের মধ্যে প্রথম বৈদিক ঘড়ি। একবার সূর্য ওঠার পর থেকে দ্বিতীয়বার সূর্যোদয় পর্যন্ত ওই মধ্যবর্তী সমকে ৩০ টি ভাগে ভাগ করবে এই ঘড়ি।

Related Articles