দেশ

মোদির জয়ের পর ৪ জুন ঊর্ধ্বমুখী হবে শেয়ারবাজার, দাবি অমিত শাহের

Share market will rise on June 4 after Modi's victory, claims Amit Shah

The Truth of Bengal: ৪ জুনের পর আবার চাঙ্গা হবে শেয়ার বাজার। তার আগে দেশবাসীকে শেয়ার কিনে রাখার পরামর্শ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, এবার চারশোরও বেশি আসন পেয়ে ফের সরকার গড়বে এনডিএ। কেন্দ্রে আবার স্থিতিশীল সরকার হলে আবারও উর্ধ্বমুখী হবে শেয়ার বাজার। শেয়ার বাজার ঘুরে দাঁড়ালে ব্যাপক লাভবান হবেন বিনিয়োগকারীরা। তাই এখনই দেশবাসীকে শেয়ার কিনে রাখার পরামর্শ দিলেন।

সম্প্রতি টালমাটাল পরিস্থিতি চলছে শেয়ার বাজারে। সেনসেক্স ও নিফটি দুই সূচকের বিরাট পতন হয়েছে। প্রতিদিন প্রায় ক্ষতির মুখে পড়তে হয়েছে বিনিয়োগকারীদের দিকে। দেশে লোকসভা নির্বাচনের মাঝে এই প্রবণতায় অন্য কারণ দেখছেন শেয়ার বিশেষজ্ঞরা। তাঁরা মনে করছেন, হয়তো লোকসভা নির্বাচনে হারবে বিজেপি। সেটা আগেই বুঝতে পেরেছে শেয়ার বাজার। তাই অস্থির হয়ে পড়ছে শেয়ার মার্কেট। সেই জন্য প্রায় প্রতিদন ধস নামছে শেয়ার সূচকে। বিপুল ক্ষতির মুখে পড়তে হচ্ছে বিনিয়োগকারীদের।

দেশজুড়ে চলতে থাকা এই চর্চায় মুখ খুললেন অমিত শাহ। একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচনের সঙ্গে শেয়ার বাজারকে মিলিয়ে ফেলা ঠিক নয়। ভোটের সঙ্গে কোনও সম্পর্ক নেই শেয়ার সূচকে। বিজেপির খারাপ ফলের আশঙ্কায় শেয়ার বাজারে ধস নামার গুজব ছড়ালে আমি বলব ৪ জুনের আগেই সমস্ত শেয়ার কিনে ফেলুন।‘ ৪ জুন ফলপ্রকাশের আগে দেশবাসীকে শেয়ার কিনে রাখার পরামর্শ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Related Articles