ভোটের আগে জঙ্গি দমনে তৎপর নিরাপত্তা বাহিনী, জম্মু ও কাশ্মীরে খতম ২ জঙ্গি
Security forces active in suppressing militants before the polls, killed 2 militants in Jammu and Kashmir

Truth Of Bengal: চলিত মাসেই জম্মু ও কাশ্মীরে শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন। তার আগেই জঙ্গি দমনে তৎপর নিরাপত্তা বাহিনী। রবিবার জম্মু ও কাশ্মীরে রাজৌরির নৌসেরা সেক্টরে অনুপ্রবেশ বিরোধী অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। সেনা সূত্রে খবর মধ্যরাতে তল্লাশি অভিযানে নেমে জঙ্গিদের ডেরা খুঁজে খুঁজে গুলি চালানো হয়। সেনার গুলিতে মৃত্যু হয় দুই জঙ্গির। তাদের কাছ থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
তল্লাশি অভিযানের সময় জঙ্গিদের ডেরা থেকেও সেনাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে এখনও পর্যন্ত সেনার তরফে কোনও হতাহতের খবর নেই।নিরাপত্তা বাহিনী এ্রর আগে গত ৩ সেপ্টেম্বর তল্লাশি অভিযানে নামে। জঙ্গিরা নিজেদের আত্মরক্ষায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চলায়। তবে সেই গুলি সেনাদের লাগেনি। পরে জঙ্গিরা সেখান থেকে পালিয়ে যায়। জম্মু ও কাশ্মীরের রাজৌরির সীমান্তঘেঁষা কয়েকটি জায়গায় জঙ্গি অনুপ্রবেশকারীদের ডেরাতে পরিণত হয়েছে। পাশাপাশি ওই এলাকায় সেনার নজর এড়িয়ে অস্ত্র সরবরাহ করছে অনেকেই। গোপন সূত্রে এই খবর পেয়ে নিরাপত্তা বাহিনী রবিবার তল্লাশি অভিযানচালিয়ে সাফল্য পেল।
উল্লখ্য চলতি মাসেই জম্মু ও কাশ্মীরে শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন। সেখানকার ৯০ টি আসনে তিন দফায় ভোট হবে। প্রথম দফায় ভোট আগামী ১৮ সেপ্টেস্বর, দ্বিতীয় দফা ২৫ সেপ্টম্বর এবং তৃতীয় দফার ভোট হবে ১ অক্টোবর। বিধান সভা ভোটের কারনে জম্মু ও কাশ্মীরেসীমান্তবর্তী জেলাগুলিতে জঙ্গি কার্যকলাপ বেড়ে গিয়েছে।